ঢাকা: ভারতের সাথে সব সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ। এ অবস্থা থাকবে আগামী ১০ দিন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাঁরা এর মধ্যেই দেশে ফিরতে পারবেন। তবে তাদেরকে ভারতে বাংলাদেশের হাইকমিশন থেকে থেকে ছাড়পত্র নিতে হবে। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
লকডাউনের মেয়াদ ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনভাবে বেড়ে যাওয়ায় ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ৯ মে বিকেল ৬টা পর্যন্ত দেশটির সঙ্গে সব স্থলবন্দর বন্ধ রেখেছে বাংলাদেশে। সীমান্ত বন্ধ থাকায় অনেক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্য পরিবহন ছাড়া ভারত থেকে স্থল, নৌ ও বিমানযোগে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‘তবে শুধুমাত্র ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অনুমতি বা অনাপত্তি ছাড়পত্র গ্রহণ করে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।’
হাই কমিশনের ছাড়পত্র নিয়ে সীমান্ত বন্ধের মধ্যে যারা দেশে ফিরবেন তাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকার বলছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন-কভিড-১৯ সনদধারী যাত্রীরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সেক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি অবহিত করতে হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত শুধুমাত্র নন-কোভিড-১৯ সনদধারীরা সরকার নির্ধারিত কোয়ারেন্টিনে ব্যবস্থায় থাকবেন। তিন থেকে পাঁচ দিনের মধ্যে চিকিৎসকরা তাদের পরীক্ষা করে সম্মতি দিলে নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন, যা নিজ নিজ থানাকে অবহিত করতে হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন বাদে অন্য দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল
৭ ঘণ্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা। এর আগে ১ থেকে ৩
৯ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে নির্বাচন কমিশন সুস্পষ্ট বিধিনিষেধ আরোপ করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর
৯ ঘণ্টা আগে