Ajker Patrika

চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, ভিড় নেই স্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, ভিড় নেই স্টেশনে

দ্বিতীয় দিনের মতো যাত্রীবাহী আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট প্রত্যাশীদের তেমন একটা ভিড় নেই। কোনো ঝামেলা ছাড়াই আজ যাত্রীরা টিকিট কেটে চলে যেতে পারছেন। ট্রেনের ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাচ্ছে। অনলাইনে টিকিট কাটা নিয়ে এবার যাত্রীদের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'আজ দশটি কাউন্টারের মাধ্যমে কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল থেকেই আজ যাত্রীদের টিকিট কাটার খুব একটা চাপ নেই। সবগুলো কাউন্টার ফাঁকা ছিল। আজকে আন্তনগর ট্রেনের ১১ থেকে ১৪ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।' 

ট্রেন চালানোর প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে ট্রেন চালানো শুরু হবে। যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না'। 

এদিকে চলমান কঠোর বিধি-নিষেধ শেষে কাল থেকে সারা দেশে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে বলে আগেই জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত