নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছিনতাই হওয়ার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন উদ্ধার করেছে পুলিশ। ফোনটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তাঁরা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন।’
নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) এনইসি সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ফোনটি পরিকল্পনামন্ত্রীর অনেক প্রিয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ছেলে এটি উপহার দিয়েছিল। আমার বিশ্বাস ছিল ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এই জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা চমৎকার কাজ করেছেন, যার ফলে আমি ফোনটি ফিরে পেয়েছি।’
উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তাঁর আইফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত মোবাইলটি (আইফোন এক্স) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাঁকে ধরা যায়নি।
পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।
আরও পড়ুন:
যেভাবে উদ্ধার হলো মন্ত্রীর ফোন

ছিনতাই হওয়ার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন উদ্ধার করেছে পুলিশ। ফোনটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তাঁরা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন।’
নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) এনইসি সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ফোনটি পরিকল্পনামন্ত্রীর অনেক প্রিয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ছেলে এটি উপহার দিয়েছিল। আমার বিশ্বাস ছিল ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এই জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা চমৎকার কাজ করেছেন, যার ফলে আমি ফোনটি ফিরে পেয়েছি।’
উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তাঁর আইফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত মোবাইলটি (আইফোন এক্স) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাঁকে ধরা যায়নি।
পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।
আরও পড়ুন:
যেভাবে উদ্ধার হলো মন্ত্রীর ফোন

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
১০ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
১১ ঘণ্টা আগে