কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশে আগের ও নতুন মিলিয়ে ২৪ কোটি ডোজ টিকা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কোভিড টিকার সরবরাহ এসেছে। প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে। এর গতি নিয়ে প্রশ্ন থাকলেও টিকার প্রাপ্তি নিয়ে এখন সংশয় অনেকটাই কেটে গেছে। নতুন করে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন উৎস থেকে দেশে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ টিকা এসেছে। এ সংখ্যাই আগামী মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটিতে উন্নীত করা হবে বলে বুধবার জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে, তখন তারা পাঠাবে। বাংলাদেশের দরকার (মোট) ২৬ কোটি ডোজ টিকা। তবে যেহেতু আমরা দেশীয়ভাবে উৎপাদন করব, তাই ২৪ কোটিতেই খুশি।
এ কে আবদুল মোমেন বলেন, সিনোফার্ম কোভেক্সের কাছে টিকা বেচবে। তার থেকে আমরা পাচ্ছি। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। এ সময়ে রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকায় রাখা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নাগরিক আমাদের দেশে বর্তমানে রয়েছে। তারা যেতে পারছেন না। যুক্তরাজ্য নিজ নাগরিকদের সেবা দিচ্ছে না। মন্ত্রী বলেন, ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫টি দেশ ভ্যাকসিনে আমাদের ধারেকাছেও নেই। টিকার কথা বলে বাংলাদেশকে লাল তালিকায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক ডোজও টিকা নেয়নি এমন নাগরিকদেরও তারা আশ্রয় দিচ্ছে।

আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশে আগের ও নতুন মিলিয়ে ২৪ কোটি ডোজ টিকা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কোভিড টিকার সরবরাহ এসেছে। প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে। এর গতি নিয়ে প্রশ্ন থাকলেও টিকার প্রাপ্তি নিয়ে এখন সংশয় অনেকটাই কেটে গেছে। নতুন করে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন উৎস থেকে দেশে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ টিকা এসেছে। এ সংখ্যাই আগামী মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটিতে উন্নীত করা হবে বলে বুধবার জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে, তখন তারা পাঠাবে। বাংলাদেশের দরকার (মোট) ২৬ কোটি ডোজ টিকা। তবে যেহেতু আমরা দেশীয়ভাবে উৎপাদন করব, তাই ২৪ কোটিতেই খুশি।
এ কে আবদুল মোমেন বলেন, সিনোফার্ম কোভেক্সের কাছে টিকা বেচবে। তার থেকে আমরা পাচ্ছি। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। এ সময়ে রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকায় রাখা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নাগরিক আমাদের দেশে বর্তমানে রয়েছে। তারা যেতে পারছেন না। যুক্তরাজ্য নিজ নাগরিকদের সেবা দিচ্ছে না। মন্ত্রী বলেন, ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫টি দেশ ভ্যাকসিনে আমাদের ধারেকাছেও নেই। টিকার কথা বলে বাংলাদেশকে লাল তালিকায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক ডোজও টিকা নেয়নি এমন নাগরিকদেরও তারা আশ্রয় দিচ্ছে।

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে