
রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। গোয়েন্দা সংস্থা বলছে, এসব অস্ত্র অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের একাধিক ঘটনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫৩ জন প্রার্থীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন...
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচন কমিশনপ্রধানদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে...
৮ ঘণ্টা আগে