নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ভোট সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ‘এ পর্যন্ত গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। তিন জায়গা থেকে হ্যাক করে অ্যাপ স্লো করে দেওয়া হয়েছে। জাল ভোট দেওয়ার কারণে তিনজনকে আটক করা হয়েছে।’
ইসি সচিব বলেন বলেন, ‘আমাদের বিভাগগুলোতে সোয়া ১২টা পর্যন্ত ভোট প্রদানের যে চিত্র সেটা হলো, ঢাকা বিভাগে ভোট পড়েছে শতকরা ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহী ১৭ ভাগ, ময়মনসিংহ ২০ ভাগ। এই হিসাবেও আটটি বিভাগে গড়ে ১৮ দশমিক ৫০ ভাগ পড়েছে।
মো. জাহাংগীর আলম বলেন, ‘আজ সারা দেশে সকাল আটটা থেকে একযোগে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৯৩ ভাগ ভোটকেন্দ্রের ব্যালট পেপার আগেই পৌঁছে দেওয়া হয়েছে এবং যথাসময়ে ভোট শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, তিনটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিল হয়েছে। বাতিল হওয়া ভোটকেন্দ্রগুলোর একটি হচ্ছে—নরসিংদীতে আর দুটি হচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। এই তিনটা কেন্দ্রে আজ আর ভোট হবে না। এ ছাড়া সাময়িক আরও ৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ছিল, সেটা আবার সচল হয়েছে। ভোটগ্রহণ স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ শেষে এক ঘণ্টা বা আধঘণ্টা পর আবার চালু হয়েছে। ফরিদপুরে দুটো কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল, এখন আবার সচল হয়েছে।’
মুন্সিগঞ্জের নিহতের ঘটনা নিয়ে বলেন, ‘ভোটকেন্দ্রের পাশে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছে, এটি আসনে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ওই ব্যক্তি না কি অন্য একটি মার্ডার মামলার আসামি ছিল। সে এলাকায় এসেছে, যার ফলে ছুরিকাঘাতে মারা গেছেন বলে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন। ভোটের পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আমরা বলতে পারব।’
ইসি তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।
নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছে দলটি।
জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১ হাজার ৯৬৯ প্রার্থী। তাঁদের মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ভোট সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ‘এ পর্যন্ত গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। তিন জায়গা থেকে হ্যাক করে অ্যাপ স্লো করে দেওয়া হয়েছে। জাল ভোট দেওয়ার কারণে তিনজনকে আটক করা হয়েছে।’
ইসি সচিব বলেন বলেন, ‘আমাদের বিভাগগুলোতে সোয়া ১২টা পর্যন্ত ভোট প্রদানের যে চিত্র সেটা হলো, ঢাকা বিভাগে ভোট পড়েছে শতকরা ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহী ১৭ ভাগ, ময়মনসিংহ ২০ ভাগ। এই হিসাবেও আটটি বিভাগে গড়ে ১৮ দশমিক ৫০ ভাগ পড়েছে।
মো. জাহাংগীর আলম বলেন, ‘আজ সারা দেশে সকাল আটটা থেকে একযোগে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৯৩ ভাগ ভোটকেন্দ্রের ব্যালট পেপার আগেই পৌঁছে দেওয়া হয়েছে এবং যথাসময়ে ভোট শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, তিনটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিল হয়েছে। বাতিল হওয়া ভোটকেন্দ্রগুলোর একটি হচ্ছে—নরসিংদীতে আর দুটি হচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। এই তিনটা কেন্দ্রে আজ আর ভোট হবে না। এ ছাড়া সাময়িক আরও ৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ছিল, সেটা আবার সচল হয়েছে। ভোটগ্রহণ স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ শেষে এক ঘণ্টা বা আধঘণ্টা পর আবার চালু হয়েছে। ফরিদপুরে দুটো কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল, এখন আবার সচল হয়েছে।’
মুন্সিগঞ্জের নিহতের ঘটনা নিয়ে বলেন, ‘ভোটকেন্দ্রের পাশে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছে, এটি আসনে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ওই ব্যক্তি না কি অন্য একটি মার্ডার মামলার আসামি ছিল। সে এলাকায় এসেছে, যার ফলে ছুরিকাঘাতে মারা গেছেন বলে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন। ভোটের পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আমরা বলতে পারব।’
ইসি তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।
নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছে দলটি।
জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১ হাজার ৯৬৯ প্রার্থী। তাঁদের মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৫ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে