নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৩ অক্টোবরের পর দেশে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। প্রথম ডোজের বাদ পড়া ব্যক্তিদের এর মধ্যেই টিকা নিতে হবে।
আজ শনিবার ঢাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার কার্যক্রম সংক্রান্ত জাতীয় কর্মশালায় তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, ‘অনেক টিকার মেয়াদোত্তীর্ণের তারিখ শেষ হয়ে যাবে। টিকা নাও থাকতে পারে। দ্বিতীয় ডোজ দেওয়াও কষ্ট হয়ে যাবে।’
যারা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৮ সেপ্টেম্বর থেকে টিকার ক্যাম্পেইন শুরু হবে। ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু হবে। সারা দেশে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এই টিকা দেওয়া হবে।’
করোনা বেড়ে গেলে শিক্ষা কার্যক্রম, অর্থনীতি, শিল্প-কারখানা ও চলাচল ব্যাহত হতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এখনো প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ নেননি। দ্বিতীয় ডোজ নেননি প্রায় ৯৪ লাখ মানুষ। মাস্ক পরা ভুলে গেছেন অনেকে। মাস্ক পরতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ শনিবার দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে কমপক্ষে ১৩ কোটি ১০ লাখ ৭২ হাজার মানুষ প্রথম ডোজ, ১২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার মানুষ দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ৪৭ লাখ ৮০ হাজার মানুষ তৃতীয় ডোজ টিকা নিয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখ ৯ লাখ ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে বলে গত ২৯ আগস্ট জাতীয় সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৩ অক্টোবরের পর দেশে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। প্রথম ডোজের বাদ পড়া ব্যক্তিদের এর মধ্যেই টিকা নিতে হবে।
আজ শনিবার ঢাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার কার্যক্রম সংক্রান্ত জাতীয় কর্মশালায় তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, ‘অনেক টিকার মেয়াদোত্তীর্ণের তারিখ শেষ হয়ে যাবে। টিকা নাও থাকতে পারে। দ্বিতীয় ডোজ দেওয়াও কষ্ট হয়ে যাবে।’
যারা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৮ সেপ্টেম্বর থেকে টিকার ক্যাম্পেইন শুরু হবে। ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু হবে। সারা দেশে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এই টিকা দেওয়া হবে।’
করোনা বেড়ে গেলে শিক্ষা কার্যক্রম, অর্থনীতি, শিল্প-কারখানা ও চলাচল ব্যাহত হতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এখনো প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ নেননি। দ্বিতীয় ডোজ নেননি প্রায় ৯৪ লাখ মানুষ। মাস্ক পরা ভুলে গেছেন অনেকে। মাস্ক পরতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ শনিবার দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে কমপক্ষে ১৩ কোটি ১০ লাখ ৭২ হাজার মানুষ প্রথম ডোজ, ১২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার মানুষ দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ৪৭ লাখ ৮০ হাজার মানুষ তৃতীয় ডোজ টিকা নিয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখ ৯ লাখ ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে বলে গত ২৯ আগস্ট জাতীয় সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
১৩ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
৪ ঘণ্টা আগে