নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে বিদ্যুৎ নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থাপনা, এটাই আগামী দিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে নসরুল হামিদ এ কথা বলেন।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানিতে তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সেগুলো হলো রিল্যাইবেলিটি, এফোর্ডেবিলিটি ও নিরবচ্ছিন্ন পাওয়ার এনার্জি পাওয়া। তিনি বলেন, এ জন্য কেবল অর্থসংস্থান হলে হবে না। টেকনোলজি গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে প্রত্যেক দেশ জ্বালানি ব্যবস্থা কেমন হবে তা নতুনভাবে চিন্তা করছে। পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। তাদের প্রচুর জায়গা। বাংলাদেশের মতো দেশে এটা করা কঠিন। স্টোরেজ ব্যাটারি করতে গেলে খরচ আরও বেড়ে যাবে।
সরকার নেপাল থেকে বিদ্যুৎ আনার পরিকল্পনা করছে জানিয়ে নসরুল হামিদ বলেন, সরকার চেষ্টা করছে অন্তত বিদ্যুৎ উৎপাদনে ১০ শতাংশ যেন নবায়নযোগ্য জ্বালানি করা যায়। সেটা মাথায় রেখে নেপাল থেকে ৭০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির জন্য সবকিছু তৈরি করা হয়েছে। সঞ্চালন লাইন করে আরেকটি দেশের ভেতর দিয়ে এভাবে বিদ্যুৎ আনতে ৫ থেকে ৮ বছর সময় লাগে। কিন্তু এখানে জ্বালানি খরচ ২০ বছর একই থাকবে এ কারণে আনা হচ্ছে। ডিজেল, ফুয়েলের দামের তারতম্য হয়। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া কষ্টকর হয়ে যায়। ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি ক্ষেত্র বিশাল বাধাগ্রস্ত হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী জ্বালানি পাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বে প্রতিটি দেশ অর্থনৈতিকভাবে পর্যুদস্ত হয়েছে। জিনিসের দাম বেড়েছে। জ্বালানির দাম বেড়েছে। তার মধ্যে থেকেও উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে ব্যবস্থা করেছে, যেভাবে বিদ্যুৎ জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার জন্য চ্যালেঞ্জগুলো সামনে রেখে ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, কিছুদিন আগে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাঁরা ধারণা করেছিলেন ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমাধান হবে। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে সবার সহযোগিতায় মাত্র সাত দিনের মাথায় বিদ্যুৎকে মোটামুটি একটি নিরবচ্ছিন্ন জায়গায় নেওয়া সম্ভব হয়েছে।
জ্বালানিতে দেশজ গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও সঞ্চালনকে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ২০২৪ সাল নাগাদ ৪৬টি কূপ খননের মাধ্যমে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
সংসদে সরকারি দলের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন। যে কারণে উন্নয়ন হয়েছে। পাহাড়ে কুকি-চিন জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে। সেনাবাহিনী তাদের গুঁড়িয়ে দিচ্ছে, কোণঠাসা করছে। উন্নয়নে বাধা হলো অবৈধ অস্ত্রের ঝনঝনানি। পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার করা ও তাদের আইনের আওতায় আনা দরকার।

চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে বিদ্যুৎ নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থাপনা, এটাই আগামী দিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে নসরুল হামিদ এ কথা বলেন।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানিতে তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সেগুলো হলো রিল্যাইবেলিটি, এফোর্ডেবিলিটি ও নিরবচ্ছিন্ন পাওয়ার এনার্জি পাওয়া। তিনি বলেন, এ জন্য কেবল অর্থসংস্থান হলে হবে না। টেকনোলজি গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে প্রত্যেক দেশ জ্বালানি ব্যবস্থা কেমন হবে তা নতুনভাবে চিন্তা করছে। পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। তাদের প্রচুর জায়গা। বাংলাদেশের মতো দেশে এটা করা কঠিন। স্টোরেজ ব্যাটারি করতে গেলে খরচ আরও বেড়ে যাবে।
সরকার নেপাল থেকে বিদ্যুৎ আনার পরিকল্পনা করছে জানিয়ে নসরুল হামিদ বলেন, সরকার চেষ্টা করছে অন্তত বিদ্যুৎ উৎপাদনে ১০ শতাংশ যেন নবায়নযোগ্য জ্বালানি করা যায়। সেটা মাথায় রেখে নেপাল থেকে ৭০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির জন্য সবকিছু তৈরি করা হয়েছে। সঞ্চালন লাইন করে আরেকটি দেশের ভেতর দিয়ে এভাবে বিদ্যুৎ আনতে ৫ থেকে ৮ বছর সময় লাগে। কিন্তু এখানে জ্বালানি খরচ ২০ বছর একই থাকবে এ কারণে আনা হচ্ছে। ডিজেল, ফুয়েলের দামের তারতম্য হয়। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া কষ্টকর হয়ে যায়। ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি ক্ষেত্র বিশাল বাধাগ্রস্ত হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী জ্বালানি পাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বে প্রতিটি দেশ অর্থনৈতিকভাবে পর্যুদস্ত হয়েছে। জিনিসের দাম বেড়েছে। জ্বালানির দাম বেড়েছে। তার মধ্যে থেকেও উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে ব্যবস্থা করেছে, যেভাবে বিদ্যুৎ জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার জন্য চ্যালেঞ্জগুলো সামনে রেখে ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, কিছুদিন আগে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাঁরা ধারণা করেছিলেন ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমাধান হবে। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে সবার সহযোগিতায় মাত্র সাত দিনের মাথায় বিদ্যুৎকে মোটামুটি একটি নিরবচ্ছিন্ন জায়গায় নেওয়া সম্ভব হয়েছে।
জ্বালানিতে দেশজ গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও সঞ্চালনকে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ২০২৪ সাল নাগাদ ৪৬টি কূপ খননের মাধ্যমে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
সংসদে সরকারি দলের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন। যে কারণে উন্নয়ন হয়েছে। পাহাড়ে কুকি-চিন জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে। সেনাবাহিনী তাদের গুঁড়িয়ে দিচ্ছে, কোণঠাসা করছে। উন্নয়নে বাধা হলো অবৈধ অস্ত্রের ঝনঝনানি। পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার করা ও তাদের আইনের আওতায় আনা দরকার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। এবারের গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রত্যেকটা ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায়...
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
১৬ ঘণ্টা আগে