
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন বিশ্লেষণ করা হবে। প্রতিবেদনের পয়েন্টগুলো যাচাই-বাছাই করতে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক করা হবে। এটি নিয়ে কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।
২০ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনে বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, স্বাধীন মতপ্রকাশে বাধাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ইস্যুতে বেশ কয়েকটি প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আরাভের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে সহায়তা চায় বা আমাদের যে দূতাবাস (দুবাই) আছে তাদের কোনো সহায়তার প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই তথ্য দিয়ে সহায়তা করব।’
আরাভের ভারতীয় পাসপোর্ট আছে। সে ক্ষেত্রে দুবাই থেকে তাঁকে ফেরানো কতটা জটিল হবে—এমন প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, ভারতের পাসপোর্টের বিষয়টি নিয়ে কাজ করা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপার। কাজেই ভারতের পাসপোর্ট বাতিল করে তাঁকে দেশে ফেরত আনা হবে কি না সেটি নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে।
সংবাদ সম্মেলনে তিস্তায় খাল খননের বিষয়ে ভারতীয় পক্ষ থেকে কোনো তথ্য এসেছে কি না জানতে চাইলে সেহেলি সাবরিন জানান, তিস্তায় খাল খননের বিষয়ে জানতে চেয়ে ভারতীয় হাইকমিশনে একটি চিঠি দেওয়া হয়েছিল, তবে এখনো উত্তর আসেনি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে দেশে আনতে কাজ করছে মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও আমরা আশাবাদী। এটি দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়ে থাকে।
মানব পাচারের অভিযোগে সৌদি আরবে আটক বাংলাদেশি নাগরিকের বিষয়ে সেখানের বাংলাদেশ দূতাবাস খোঁজখবর রাখছে উল্লেখ করে সেহেলি সাবরিন বলেন, ‘আটক ছয় নাগরিকের বিষয়ে আমরা জানতে পেরেছি। দূতাবাস তাঁদের জন্য কাজ করছে।’

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন বিশ্লেষণ করা হবে। প্রতিবেদনের পয়েন্টগুলো যাচাই-বাছাই করতে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক করা হবে। এটি নিয়ে কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।
২০ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনে বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, স্বাধীন মতপ্রকাশে বাধাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ইস্যুতে বেশ কয়েকটি প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আরাভের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে সহায়তা চায় বা আমাদের যে দূতাবাস (দুবাই) আছে তাদের কোনো সহায়তার প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই তথ্য দিয়ে সহায়তা করব।’
আরাভের ভারতীয় পাসপোর্ট আছে। সে ক্ষেত্রে দুবাই থেকে তাঁকে ফেরানো কতটা জটিল হবে—এমন প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, ভারতের পাসপোর্টের বিষয়টি নিয়ে কাজ করা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপার। কাজেই ভারতের পাসপোর্ট বাতিল করে তাঁকে দেশে ফেরত আনা হবে কি না সেটি নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে।
সংবাদ সম্মেলনে তিস্তায় খাল খননের বিষয়ে ভারতীয় পক্ষ থেকে কোনো তথ্য এসেছে কি না জানতে চাইলে সেহেলি সাবরিন জানান, তিস্তায় খাল খননের বিষয়ে জানতে চেয়ে ভারতীয় হাইকমিশনে একটি চিঠি দেওয়া হয়েছিল, তবে এখনো উত্তর আসেনি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে দেশে আনতে কাজ করছে মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও আমরা আশাবাদী। এটি দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়ে থাকে।
মানব পাচারের অভিযোগে সৌদি আরবে আটক বাংলাদেশি নাগরিকের বিষয়ে সেখানের বাংলাদেশ দূতাবাস খোঁজখবর রাখছে উল্লেখ করে সেহেলি সাবরিন বলেন, ‘আটক ছয় নাগরিকের বিষয়ে আমরা জানতে পেরেছি। দূতাবাস তাঁদের জন্য কাজ করছে।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৬ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে