নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে থেকে ফেরা করোনায় আক্রান্ত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য ওমিক্রনে আক্রান্ত কি না, খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে তাঁদের নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
গতকাল সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী ক্রিকেট দল। পরে তাঁদের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানেই তিন দফায় ১, ৩ ও ৫ ডিসেম্বর আরটি-পিসিআরে সবার নমুনা পরীক্ষা করা হয়। শেষ পরীক্ষায় দুই জনের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সবাই আইসোলেশনে। আক্রান্ত দুজনের সঙ্গে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। কী কী উপসর্গ রয়েছে সেগুলোও দেখা হচ্ছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ দেখা দেওয়ার পর ছড়িয়ে পড়ে ওই অঞ্চলের ছয় দেশে, যাদের সঙ্গে আপাতত সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ। ধরনটি এখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার ভারতসহ অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জিম্বাবুয়ে থেকে আসা নারী ক্রিকেটারদের মাধ্যমে দেশে ওমিক্রন প্রবেশের শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় জিম্বাবুয়েতে চলতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। এক ম্যাচ বাকি থাকতেই পরদিনই দেশের উদ্দেশে রওনা দিয়েছিল নিগার সুলতানরা দল।
বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ২৭০ রানে উড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা (লিস্ট ‘এ’ সেঞ্চুরি)।
তৃতীয় ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৬ রানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল সালমা-জাহানারাদের। কিন্তু তার আগেই আইসিসি বাতিল করে বাছাইপর্বের বাকি ম্যাচগুলো।

জিম্বাবুয়ে থেকে ফেরা করোনায় আক্রান্ত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য ওমিক্রনে আক্রান্ত কি না, খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে তাঁদের নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
গতকাল সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী ক্রিকেট দল। পরে তাঁদের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানেই তিন দফায় ১, ৩ ও ৫ ডিসেম্বর আরটি-পিসিআরে সবার নমুনা পরীক্ষা করা হয়। শেষ পরীক্ষায় দুই জনের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সবাই আইসোলেশনে। আক্রান্ত দুজনের সঙ্গে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। কী কী উপসর্গ রয়েছে সেগুলোও দেখা হচ্ছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ দেখা দেওয়ার পর ছড়িয়ে পড়ে ওই অঞ্চলের ছয় দেশে, যাদের সঙ্গে আপাতত সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ। ধরনটি এখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার ভারতসহ অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জিম্বাবুয়ে থেকে আসা নারী ক্রিকেটারদের মাধ্যমে দেশে ওমিক্রন প্রবেশের শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় জিম্বাবুয়েতে চলতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। এক ম্যাচ বাকি থাকতেই পরদিনই দেশের উদ্দেশে রওনা দিয়েছিল নিগার সুলতানরা দল।
বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ২৭০ রানে উড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা (লিস্ট ‘এ’ সেঞ্চুরি)।
তৃতীয় ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৬ রানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল সালমা-জাহানারাদের। কিন্তু তার আগেই আইসিসি বাতিল করে বাছাইপর্বের বাকি ম্যাচগুলো।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২১ মিনিট আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৯ ঘণ্টা আগে