নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি অভিযোগ করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাসহ ১১২ জনকে দায়ী করা হয়েছে। আন্দোলনে নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন ও রায়হানের বাবা মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক এ দুটি অভিযোগ করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মাজেদা খাতুনের অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই রাজধানীর মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে গুলিতে নিহত হন শাহজাহান। এই অভিযোগে আসামি হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
আসাদুজ্জামান খানসহ মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়।
মোজাম্মেল হোসেনের অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নিহত হন মো. রায়হান। তাঁর অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়।
এদিকে গত বুধবার বিকেলে তাসলিমা কাজী নামের এক নারী প্রসিকিউশনে একটি অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাসলিমার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে তাঁর চাচাতো ভাই হারুন অর রশিদ নিহত হন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২৬টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ২৪টিই সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যার ঘটনায়। অন্যটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশ-র্যাবের হামলার ঘটনা নিয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি অভিযোগ করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাসহ ১১২ জনকে দায়ী করা হয়েছে। আন্দোলনে নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন ও রায়হানের বাবা মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক এ দুটি অভিযোগ করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মাজেদা খাতুনের অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই রাজধানীর মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে গুলিতে নিহত হন শাহজাহান। এই অভিযোগে আসামি হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
আসাদুজ্জামান খানসহ মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়।
মোজাম্মেল হোসেনের অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নিহত হন মো. রায়হান। তাঁর অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়।
এদিকে গত বুধবার বিকেলে তাসলিমা কাজী নামের এক নারী প্রসিকিউশনে একটি অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাসলিমার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে তাঁর চাচাতো ভাই হারুন অর রশিদ নিহত হন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২৬টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ২৪টিই সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যার ঘটনায়। অন্যটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশ-র্যাবের হামলার ঘটনা নিয়ে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে কমিশন এই আহ্বান জানিয়েছে।
৩১ মিনিট আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিট খারিজ করে দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
সারাদেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করে একটি সুনির্দিষ্ট নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে