নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নয়নশীল আটটি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর সপ্তম মন্ত্রীপর্যায়ের বৈঠক ১২ ও ১৩ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
করোনার কারণে ভার্চুয়ালি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এই সভায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ডি-৮ ভুক্ত দেশ। বৈঠকে এ সব দেশের কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং এসব মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া আইডিবি, এফএও, আইএফএডি, আইআরআরআই, সিআইএমএমওয়াইটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সভায় যোগ দেবেন বলে জানান কৃষিমন্ত্রী।
মন্ত্রী জানান, এবারের সভার আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা: ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন’। এর বাইরে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে করণীয়, যৌথ কৃষি গবেষণা, যান্ত্রিকীকরণ, এগ্রো-প্রসেসিং, ব্লু ইকোনমি, সার উৎপাদন, বীজ, অ্যানিমেল ফিড, ভ্যালু চেইন উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
করোনা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ কোটি ৮ লাখ টন বোরো উৎপাদন হয়। এবার ৩ কোটি ৮৬ লাখ টন চাল, ১২ লাখ টন গম, ৫৭ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬ লাখ টন আলু, ১ কোটি ৯৭ লাখ টন শাকসবজি, ১২ লাখ টন তেল উৎপাদনকারী ফসল, ৩৩ লাখ টন পেঁয়াজ এবং ৯ লাখ টন ডাল উৎপাদন হয়েছে।

উন্নয়নশীল আটটি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর সপ্তম মন্ত্রীপর্যায়ের বৈঠক ১২ ও ১৩ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
করোনার কারণে ভার্চুয়ালি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এই সভায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ডি-৮ ভুক্ত দেশ। বৈঠকে এ সব দেশের কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং এসব মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া আইডিবি, এফএও, আইএফএডি, আইআরআরআই, সিআইএমএমওয়াইটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সভায় যোগ দেবেন বলে জানান কৃষিমন্ত্রী।
মন্ত্রী জানান, এবারের সভার আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা: ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন’। এর বাইরে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে করণীয়, যৌথ কৃষি গবেষণা, যান্ত্রিকীকরণ, এগ্রো-প্রসেসিং, ব্লু ইকোনমি, সার উৎপাদন, বীজ, অ্যানিমেল ফিড, ভ্যালু চেইন উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
করোনা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ কোটি ৮ লাখ টন বোরো উৎপাদন হয়। এবার ৩ কোটি ৮৬ লাখ টন চাল, ১২ লাখ টন গম, ৫৭ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬ লাখ টন আলু, ১ কোটি ৯৭ লাখ টন শাকসবজি, ১২ লাখ টন তেল উৎপাদনকারী ফসল, ৩৩ লাখ টন পেঁয়াজ এবং ৯ লাখ টন ডাল উৎপাদন হয়েছে।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১১ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে