নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিনকে অপসারণ এবং পাল্টাপাল্টি অভিযোগের স্বাধীন অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।
তবে শরীফের অপসারণের পক্ষে-বিপক্ষে আরও বক্তব্য থাকলে, তা আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ ছাড়া কক্সবাজারে থাকার সময় ৩৩টি (২৫টি লিখিত আদেশে,৮টি মৌখিক আদেশে) ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে না দিতে অনুরোধপত্র দেওয়ার পর আইন অনুযায়ী শরীফ কমিশনে অনুমোদনের আবেদন করেছিলেন কিনা, তা আদালতকে জানাতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।
শুনানিতে শিশির মনির বলেন, ‘এই আবেদনে দুদক ও শরীফ দুই পক্ষই বিবাদী। আমরা কারও পক্ষে বা বিপক্ষে নই।’
দুদকের আইনজীবী বলেছেন, ‘এখানে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। এখানে রাজনৈতিক কিছু নেই। আমি রাজনৈতিক কিছু বলব না। গলায় ছুরি লাগালেও বলব না।’ এ সময় তিনি তাঁর আবেদনের পক্ষে বিভিন্ন যুক্তিসহ সুপ্রিম কোর্টের ২৪টি রায় আদালতে দাখিল করেন।
দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়। এরপর শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত পাল্টাপাল্টি অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী।
রিটকারী আইনজীবীরা হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী।
তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। পরে ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মনির। তখন আদালত তাঁকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন। যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ সে অনুযায়ী রিট করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিনকে অপসারণ এবং পাল্টাপাল্টি অভিযোগের স্বাধীন অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।
তবে শরীফের অপসারণের পক্ষে-বিপক্ষে আরও বক্তব্য থাকলে, তা আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ ছাড়া কক্সবাজারে থাকার সময় ৩৩টি (২৫টি লিখিত আদেশে,৮টি মৌখিক আদেশে) ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে না দিতে অনুরোধপত্র দেওয়ার পর আইন অনুযায়ী শরীফ কমিশনে অনুমোদনের আবেদন করেছিলেন কিনা, তা আদালতকে জানাতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।
শুনানিতে শিশির মনির বলেন, ‘এই আবেদনে দুদক ও শরীফ দুই পক্ষই বিবাদী। আমরা কারও পক্ষে বা বিপক্ষে নই।’
দুদকের আইনজীবী বলেছেন, ‘এখানে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। এখানে রাজনৈতিক কিছু নেই। আমি রাজনৈতিক কিছু বলব না। গলায় ছুরি লাগালেও বলব না।’ এ সময় তিনি তাঁর আবেদনের পক্ষে বিভিন্ন যুক্তিসহ সুপ্রিম কোর্টের ২৪টি রায় আদালতে দাখিল করেন।
দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়। এরপর শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত পাল্টাপাল্টি অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী।
রিটকারী আইনজীবীরা হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী।
তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। পরে ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মনির। তখন আদালত তাঁকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন। যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ সে অনুযায়ী রিট করা হয়।

শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম মুন। এই মামলায় পলাতক রয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৫ মিনিট আগে
লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
৭ মিনিট আগে
অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই পরোয়ানা জারি করেন।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা আজ হচ্ছে না। প্রসিকিউশন জানিয়েছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
৩ ঘণ্টা আগে