Ajker Patrika

চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানো সংবিধান পরিপন্থী: হাইকোর্টের পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানো সংবিধান পরিপন্থী: হাইকোর্টের পর্যবেক্ষণ

চেক ডিজঅনার মামলায় কাউকে কারাগারে পাঠানোকে সংবিধান পরিপন্থী বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে রোববার বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মমিন বলেন, আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক দেশে এ ধরনের মামলায় কারাগারে পাঠানোর বিধান নেই। আমাদের দেশেও আগে এটি ছিল না।

আদালত তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, চুক্তির শর্ত পূরণে ব্যর্থতার জন্য যদি ব্যক্তিকে কারাগারে পাঠানো হয় তাহলে অচিরেই বাংলাদেশের বেশির ভাগ মানুষ কারাগারে চলে যাবে। তাই এই আইনের ১৩৮ ধারা দ্রুত সংশোধন করে কারাগারে পাঠানোর বিধান বাতিল করা দরকার। আর জাতীয় সংসদ দ্রুত এ ধারা সংশোধন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত