নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার ২১ ঘণ্টা পরেও ভোটার উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে। ভোটসংক্রান্ত তথ্য সহজে পেতে নির্বাচনের আগে ২১ কোটি টাকা ব্যয়ে এই অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। ভোটারেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে—এমন সব তথ্য পাওয়ার কথা ছিল এই অ্যাপে।
গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর থেকেই দেখা যায়, অ্যাপটি তাৎক্ষণিক তথ্য দিচ্ছে না। দুই ঘণ্টা পরপর ভোটার উপস্থিতির তথ্য জানানোর কথা ছিল অ্যাপের। অথচ নির্বাচনের পর প্রায় এক দিন পেরিয়ে যাচ্ছে, ভোট গণনাও শেষ। সব আসনের বিজয়ীর নামও জেনে গেছে সবাই। কিন্তু এখনো কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, সেই তথ্য দিতে পারছে না অ্যাপ।
আজ সোমবার বেলা ১টায় দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কেন্দ্রের দুই ঘণ্টার, কোনো কেন্দ্রের চার ঘণ্টার ভোট গ্রহণের তথ্য অ্যাপে রয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো তথ্যই এই অ্যাপে নেই।
রংপুর-৩ আসনের ভোটার সামসুন্ননাহার বলেন, ‘পত্রিকায় স্মার্ট ইলেকশন অ্যাপের কথা পড়ার পর সেটা ডাউনলোডও করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার কেন্দ্রে কে কত ভোট পেল, সেটা তো পরের কথা, কয়টা ভোট পড়ল সেই তথ্যই অ্যাপে পাচ্ছি না।’
গত ১২ নভেম্বর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের আগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয়, সে জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য জনগণ জানতে পারবে। অ্যাপের উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা।’
২১ কোটির অ্যাপের উদ্দেশ্য যে সফল হয়নি, তা ভোটের দিনই পরিষ্কার হয়ে যায়। ঢাকা-১৯ আসনের ভোটার সাইমন ইসলাম বলেন, ২১ কোটি টাকা দিয়ে অ্যাপ বানিয়ে লাভ কী, তা দিয়ে যদি কাজই না হয়। স্মার্ট নামের আনস্মার্ট অ্যাপ এটা।
অ্যাপের অকার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করলে গতকাল রোববার ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, তিন দেশ থেকে হ্যাকের চেষ্টার কারণে নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে অ্যাপ স্লো করে দিয়েছে।
স্মার্ট অ্যাপ প্রসঙ্গে আজ সোমবার ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘৭ বছরের জন্য আমরা একটি প্রকল্প নিয়েছিলাম মনোনয়ন ফরম জমা এবং ভোটারদের তথ্য ও ভোটের হার জানার জন্য। এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। হ্যাকিংয়ের কারণে ভালোভাবে কাজ করেনি।’
তবে দুটি অ্যাপই সফল বলে দাবি করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার ২১ ঘণ্টা পরেও ভোটার উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে। ভোটসংক্রান্ত তথ্য সহজে পেতে নির্বাচনের আগে ২১ কোটি টাকা ব্যয়ে এই অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। ভোটারেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে—এমন সব তথ্য পাওয়ার কথা ছিল এই অ্যাপে।
গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর থেকেই দেখা যায়, অ্যাপটি তাৎক্ষণিক তথ্য দিচ্ছে না। দুই ঘণ্টা পরপর ভোটার উপস্থিতির তথ্য জানানোর কথা ছিল অ্যাপের। অথচ নির্বাচনের পর প্রায় এক দিন পেরিয়ে যাচ্ছে, ভোট গণনাও শেষ। সব আসনের বিজয়ীর নামও জেনে গেছে সবাই। কিন্তু এখনো কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, সেই তথ্য দিতে পারছে না অ্যাপ।
আজ সোমবার বেলা ১টায় দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কেন্দ্রের দুই ঘণ্টার, কোনো কেন্দ্রের চার ঘণ্টার ভোট গ্রহণের তথ্য অ্যাপে রয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো তথ্যই এই অ্যাপে নেই।
রংপুর-৩ আসনের ভোটার সামসুন্ননাহার বলেন, ‘পত্রিকায় স্মার্ট ইলেকশন অ্যাপের কথা পড়ার পর সেটা ডাউনলোডও করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার কেন্দ্রে কে কত ভোট পেল, সেটা তো পরের কথা, কয়টা ভোট পড়ল সেই তথ্যই অ্যাপে পাচ্ছি না।’
গত ১২ নভেম্বর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের আগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয়, সে জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য জনগণ জানতে পারবে। অ্যাপের উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা।’
২১ কোটির অ্যাপের উদ্দেশ্য যে সফল হয়নি, তা ভোটের দিনই পরিষ্কার হয়ে যায়। ঢাকা-১৯ আসনের ভোটার সাইমন ইসলাম বলেন, ২১ কোটি টাকা দিয়ে অ্যাপ বানিয়ে লাভ কী, তা দিয়ে যদি কাজই না হয়। স্মার্ট নামের আনস্মার্ট অ্যাপ এটা।
অ্যাপের অকার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করলে গতকাল রোববার ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, তিন দেশ থেকে হ্যাকের চেষ্টার কারণে নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে অ্যাপ স্লো করে দিয়েছে।
স্মার্ট অ্যাপ প্রসঙ্গে আজ সোমবার ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘৭ বছরের জন্য আমরা একটি প্রকল্প নিয়েছিলাম মনোনয়ন ফরম জমা এবং ভোটারদের তথ্য ও ভোটের হার জানার জন্য। এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। হ্যাকিংয়ের কারণে ভালোভাবে কাজ করেনি।’
তবে দুটি অ্যাপই সফল বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখা গতকাল রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের অনুলিপি সব জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৭ ঘণ্টা আগে