নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি দায়মুক্ত হয়েছে। অপরাধীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে, আইনি সমস্ত নিয়মনীতি মেনে, নির্মোহভাবে এই বিচার করেছি। সেই বিচারে তাদের সাজা হয়েছে। পরবর্তী সময়ে সেই সাজাগুলো কার্যকর হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো পেয়েছে বিচার।’
বুধবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘১৯৭১ সালে কিশোর বয়সে পাকিস্তানি হানাদার বাহিনীর যে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগের নির্মমতা আমি প্রত্যক্ষ করেছি। তা আবার উপলব্ধি করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম অসাম্প্রদায়িক অর্থনৈতিক শোষণমুক্ত গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনার মূল স্তম্ভ। এই চেতনা সামনে রেখেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্রকাঠামো, বাঙালি জাতির একমাত্র রাষ্ট্র বাংলাদেশ।’
বঙ্গবন্ধুর প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘তিনি সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। দেখেছিলেন দুর্নীতিমুক্ত, শোষণ, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। তাঁর আকাঙ্খা, তাঁর স্বপ্নকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই। মহান মুক্তিযুদ্ধ, পবিত্র সংবিধান আমাদের সেই ম্যান্ডেট দিয়েছে।
বিচার বিভাগের প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, ‘সমগ্র বিচার বিভাগকে সচল ও আরও গতিশীল করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে জাতির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার সঙ্গে যে বিচারকেরা আছেন সুপ্রিম কোর্টে, সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এটা করতেই হবে।’

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি দায়মুক্ত হয়েছে। অপরাধীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে, আইনি সমস্ত নিয়মনীতি মেনে, নির্মোহভাবে এই বিচার করেছি। সেই বিচারে তাদের সাজা হয়েছে। পরবর্তী সময়ে সেই সাজাগুলো কার্যকর হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো পেয়েছে বিচার।’
বুধবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘১৯৭১ সালে কিশোর বয়সে পাকিস্তানি হানাদার বাহিনীর যে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগের নির্মমতা আমি প্রত্যক্ষ করেছি। তা আবার উপলব্ধি করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম অসাম্প্রদায়িক অর্থনৈতিক শোষণমুক্ত গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনার মূল স্তম্ভ। এই চেতনা সামনে রেখেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্রকাঠামো, বাঙালি জাতির একমাত্র রাষ্ট্র বাংলাদেশ।’
বঙ্গবন্ধুর প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘তিনি সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। দেখেছিলেন দুর্নীতিমুক্ত, শোষণ, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। তাঁর আকাঙ্খা, তাঁর স্বপ্নকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই। মহান মুক্তিযুদ্ধ, পবিত্র সংবিধান আমাদের সেই ম্যান্ডেট দিয়েছে।
বিচার বিভাগের প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, ‘সমগ্র বিচার বিভাগকে সচল ও আরও গতিশীল করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে জাতির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার সঙ্গে যে বিচারকেরা আছেন সুপ্রিম কোর্টে, সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এটা করতেই হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৬ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
১৭ ঘণ্টা আগে