ঢামেক প্রতিবেদক

রাজধানী বনানী কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শনগরে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তাঁর বাবার নাম মো. শহীদ মিয়া। তাঁরা বনানী কড়াইল বস্তিতে টিনশেড বাসায় থাকেন। অপর ভাড়াটে সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পান। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছেন না। আজ দুপুরে ভাড়াটে সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তাঁর স্ত্রী। এ সময় টাকা চাওয়া নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান তাঁর স্ত্রীর পেটে লাথি মারেন। এ ছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি, মুন্না তাঁর স্ত্রী মনি খাতুনকে মারধর করেন। এতে সে অচেতন হয়ে পড়েন।
আনিছ মিয়া আরও জানান, খবর পেয়ে দ্রুত তাঁকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। ভাড়াটের মারধরে মারা গেছেন বলে অভিযোগ করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাঁদের দুই সন্তান থানায় আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানী বনানী কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শনগরে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তাঁর বাবার নাম মো. শহীদ মিয়া। তাঁরা বনানী কড়াইল বস্তিতে টিনশেড বাসায় থাকেন। অপর ভাড়াটে সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পান। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছেন না। আজ দুপুরে ভাড়াটে সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তাঁর স্ত্রী। এ সময় টাকা চাওয়া নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান তাঁর স্ত্রীর পেটে লাথি মারেন। এ ছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি, মুন্না তাঁর স্ত্রী মনি খাতুনকে মারধর করেন। এতে সে অচেতন হয়ে পড়েন।
আনিছ মিয়া আরও জানান, খবর পেয়ে দ্রুত তাঁকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। ভাড়াটের মারধরে মারা গেছেন বলে অভিযোগ করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাঁদের দুই সন্তান থানায় আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। গোয়েন্দা সংস্থা বলছে, এসব অস্ত্র অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের একাধিক ঘটনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫৩ জন প্রার্থীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন...
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচন কমিশনপ্রধানদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে...
৬ ঘণ্টা আগে