Ajker Patrika

বেনজীরের বোট ক্লাব টলমল

আমানুর রহমান রনি, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৭: ৩৯
বেনজীরের বোট ক্লাব টলমল

বহুল আলোচিত ঢাকা বোট ক্লাব লিমিটেডের (ডিবিসিএল) সভাপতির পদ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের। দেশত্যাগের পর ১৩ জুন তিনি লিখিতভাবে সভাপতির দায়িত্ব দেন ক্লাবটির উপদেষ্টা রুবেল আজিজকে। তবে কমিটির নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে আগের মতো রমরমা অবস্থা নেই ক্লাবটিতে। অনেক সদস্যই এখন আর সেখানে যান না।

গত মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়ায় তুরাগতীরের ওই ক্লাবে গিয়ে দেখা যায়, সেখানকার পরিবেশ অনেকটাই নিরিবিলি। আগের মতো জৌলুশ নেই। প্রধান ফটকে দুজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। তাঁদের একজনের নাম মো. যোবায়ের। তিনি বলেন, ক্লাবের সদস্য এবং সদস্যদের অতিথি ছাড়া ভেতরে প্রবেশের অনুমতি নেই। তবে আগের মতো ক্লাবে সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা আসেন না।

এই নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলতে বলতে একটু সামনে এগিয়ে দেখা যায়, ক্লাবের সামনের খোলা জায়গায় ছয়টি গাড়ি পার্ক করা আছে। তবে ভেতরে কোনো অতিথি দেখা যায়নি। শুধু চোখে পড়েছে ক্লাবের বিভিন্ন বিভাগের কর্মীদের আসা-যাওয়া। তাঁদের মধ্যে একজন কর্মী বলেন, ক্লাবে সকালে ও দুপুরে সদস্যরা কম আসেন। সন্ধ্যার পর কেউ কেউ আসেন।

ক্লাবটির রেস্টুরেন্টের এক কর্মী জানিয়েছেন, এখন অনেক সদস্য তাঁদের পরিবার নিয়েও আর আসেন না। ক্লাবের রেস্টুরেন্ট, হলরুম, জিমনেসিয়ামসহ বিভিন্ন বিভাগের সার্ভিস কমিয়ে আনা হয়েছে। স্টাফও ছাঁটাই করা হয়েছে।

বোট ক্লাবের একজন সাধারণ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ক্লাবে সদস্য হওয়ার পর দুই-তিনবার গিয়েছিলেন। এর মধ্যে কেবল একবার পরিবার নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এই সদস্য বলেন, খাবার অর্ডার দিয়ে বসে থাকতে হয়, টাইমলি কোনো কিছু পাওয়া যায় না। খাবারের মানও খারাপ। অনেক সদস্য সেখানে অনাকাঙ্ক্ষিত গেস্ট পাঠান, যা ক্লাবের পরিবেশ নষ্ট করেছে। তাই পরিবার নিয়ে যাওয়ার অবস্থা সেখানে নেই।

এই সদস্যের মতো আরও দুজন সদস্য ক্লাবের পরিবেশ ও সার্ভিস নিয়ে অভিযোগ করেছেন। তাঁদের মধ্যে একজন ব্যবসায়ী রয়েছেন। তিনি বলেন, ক্লাবটির যে দুর্নাম রয়েছে, তাতে সেখানে পরিবার নেওয়ার আর সাহস পাচ্ছি না।

অভিযোগ রয়েছে, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী পরীমণি। এ ঘটনার পরই ক্লাবটি আলোচনায় আসে। তখনও ক্লাবটির সভাপতি ছিলেন তৎকালীন আইজিপি বেনজীর আহমেদ। পরীমণি ক্লাবটির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন। এই ঘটনায় নাসির ও পরীমণি একাধিক মামলা করেন। মামলাগুলো বিচারাধীন।

পরীমণি-কাণ্ডের পর চলতি বছরের এপ্রিলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত শুরু হলে ফের আলোচনায় আসে বোট ক্লাব। এক পর্যায়ে বেনজীর গোপনে দেশ ছাড়েন। বিদেশে থাকা অবস্থায় তিনি বোট ক্লাবের সভাপতির পদও ছাড়েন।

বেনজীরের পদত্যাগের বিষয়ে নাসির উদ্দিন মাহমুদ বলেন, তিনি পরিবার নিয়ে দেশের বাইরে থাকায় পদত্যাগ করেছেন। আগামী ২১ সেপ্টেম্বরে ক্লাবটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানেই এর নেতৃত্ব নির্ধারণ হবে।

ক্লাবটির উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি রুবেল আজিজ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্লাবের স্পোর্টস মেম্বার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাবের নির্বাহী কমিটি অনেক দিন ধরে কোনো সভা করে না। সদস্যরা নিয়মিত যান না। তাই ক্লাবটি আগের মতো সরগরম নেই। তবে আগামী শুক্রবার আমাদের নির্বাহী কমিটির সভা রয়েছে, এরপর থেকে আমরা আগের মতো পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব।’

ঢাকার সাভারে বিরুলিয়ার তুরাগতীরে ২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠিত হয়। সাতজন উদ্যোক্তা মিলে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। তাঁরা হলেন রুবেল আজিজ ও তাঁর ভাই শওকত আজিজ রাসেল, বখতিয়ার আহমেদ, শাহেদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ। ক্লাবটির সদস্য হতে ১০ থেকে ২০ লাখ টাকা দিতে হয়। বর্তমানে এই ক্লাবের মোট সদস্যসংখ্যা প্রায় তিন হাজার।

ক্লাবটিতে রয়েছে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি। প্রতিষ্ঠার পর এক বছর কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সিটি গ্রুপের পরিচালক রুবেল আজিজ। পরে বেনজীর আহমেদ সভাপতির দায়িত্ব পান।

বেনজীর ও তাঁর স্ত্রীর সম্পত্তি দেখভালে রিসিভার
বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী জিসান মির্জার নামে থাকা আরও ছয়টি ফ্ল্যাট, পাঁচটি প্লট, দুটি অফিস স্পেস ও বান্দরবানে ২৫ একর জমির ব্যবস্থাপনা, তদারিক ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এই আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। এর আগে এসব সম্পত্তি ক্রোক করা হয়েছিল।

যেসব সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ আনন্দ হাউজিং সোসাইটির ৬ কাঠার চারটি প্লট, যার মোট জমির পরিমাণ ২৪ কাঠা এবং এর উপরিস্থিত স্থাপনা যা সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের নামে রেজিস্ট্রি করা। গুলশানে ৩ কাঠা জমির প্লট ও এর উপরিস্থিত স্থাপনা, যা জীসান মীর্জার মালিকানাধীন। বাড্ডায় রূপায়ণ মিলিনিয়াম স্কয়ারে অষ্টমতলায় দুটি অফিস স্পেস ও দুটি কার পার্কিংসহ ১১০.৮০ অযুতাংশ জমি, যা সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভের পক্ষে ম্যানেজিং পার্টনার জীসান মীর্জার নামে রেজিস্ট্রি করা। বান্দরবানে ২৫ একর জমি ও এর উপরিস্থিত স্থাপনা এবং আদাবরের পিসি কালসার হাউজিংয়ে ছয়টি ফ্ল্যাট।

এর আগে গুলশানের চারটি ফ্ল্যাট, সাভার, মাদারীপুর ও গোপালগঞ্জের বিভিন্ন খবর ও স্থাবর সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২৩: ১৩
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের জনগণ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে খোলা হয় শোক বই। এর পর থেকে আসতে থাকেন দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

আজ রাতে শোক বইয়ে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

শোক বইয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি বিএনপির মহাসচিবসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন।

খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে শোক বইটি উন্মুক্ত রয়েছে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ স্বাক্ষর অব্যাহত রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ৪৫
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। ছবি: সংগৃহীত
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। আগামীকাল বুধবারের জানাজায় অংশগ্রহণ ও শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবারই তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা এবং তাঁর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বকালে নেপাল-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের অবদানকে সম্মান জানানোর প্রতিফলন।

সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। জানাজা সম্পন্ন হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের ১ জানুয়ারি কাঠমান্ডু ফিরবেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ৫০
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সবার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

আজকের পত্রিকা ডেস্ক­
পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ছবি: সংগৃহীত
পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন। ইসহাক দার লিখেছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।

এর আগে দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছিল খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে ঢাকায় আসবেন সে দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত