
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, দেশের ১৬ দশমিক ৫২ কোটি মানুষের মোট খাদ্যশস্য গ্রহণের প্রয়োজন ২৩৩ দশমিক ৩৫ লাখ টন। এর মধ্যে ২২১ দশমিক ৪১ লাখ টন চাল ও ১১ দশমিক ৯৪ লাখ টন গম। ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ৩৮৯ দশমিক ২৯ লাখ টন যা চহিদার তুলনায় বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন খাদ্যশস্য মজুত আছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একই এমপির প্রশ্নের জবাবে বলেন, এর মধ্যে ১৭ লাখ ৩৩ হাজার ৩০০ টন চাল, ১ লাখ ৪১ হাজার ১১৮ টন গম ও ১ লাখ ১৭ হাজার ৯৭ টন ধান।
খাদ্যমন্ত্রী জানান, জি টু জি পদ্ধতি রাশিয়া থেকে গম এবং ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম হতে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে মন্ত্রী জানান, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি অনুসারে দেশে ১০ দশমিক ৫০ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুত রাখার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি মজুত রয়েছে।
মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ৬৭ লাখ ২ হাজার ৬৮৮ দশমিক ৫ টন গম, ২৭ লাখ ৭৭ হাজার ৪৬৮ দশমিক ৮ টন তেলবীজ, ২৭ লাখ ৮ হাজার ৪৯ টন চিনি, ৩ লাখ ৬৩ হাজার ১০৭ দশমিক ৫ টন মসলা, ১২ লাখ ৪৮ হাজার ৩৯২ দশমিক ৭ টন ডাল, ১২ লাখ ৩৬ হাজার ১৩১ দশমিক ৪ টন ফলমূল, ১ লাখ ৫৬ হাজার ২৪৬ দশমিক ২ টন দুগ্ধজাত পণ্য আমদানি করা হয়েছে।
সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থ বছরে ১৫ লাখ ৪৪ হাজার ১৪৫ দশমিক ৮ টন চাল, ১৯ লাখ ৯৫ হাজার ৫৩৯ দশমিক ৬ টন ভোজ্য তেল, ৬ লাখ ৯৯ হাজার ১২৯ দশমিক ৩ টন পেঁয়াজ ও ৫৪ হাজার ২৩৭ দশমিক ৬ টন রসুন আমদানি করা হয়েছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, দেশের ১৬ দশমিক ৫২ কোটি মানুষের মোট খাদ্যশস্য গ্রহণের প্রয়োজন ২৩৩ দশমিক ৩৫ লাখ টন। এর মধ্যে ২২১ দশমিক ৪১ লাখ টন চাল ও ১১ দশমিক ৯৪ লাখ টন গম। ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ৩৮৯ দশমিক ২৯ লাখ টন যা চহিদার তুলনায় বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন খাদ্যশস্য মজুত আছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একই এমপির প্রশ্নের জবাবে বলেন, এর মধ্যে ১৭ লাখ ৩৩ হাজার ৩০০ টন চাল, ১ লাখ ৪১ হাজার ১১৮ টন গম ও ১ লাখ ১৭ হাজার ৯৭ টন ধান।
খাদ্যমন্ত্রী জানান, জি টু জি পদ্ধতি রাশিয়া থেকে গম এবং ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম হতে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে মন্ত্রী জানান, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি অনুসারে দেশে ১০ দশমিক ৫০ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুত রাখার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি মজুত রয়েছে।
মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ৬৭ লাখ ২ হাজার ৬৮৮ দশমিক ৫ টন গম, ২৭ লাখ ৭৭ হাজার ৪৬৮ দশমিক ৮ টন তেলবীজ, ২৭ লাখ ৮ হাজার ৪৯ টন চিনি, ৩ লাখ ৬৩ হাজার ১০৭ দশমিক ৫ টন মসলা, ১২ লাখ ৪৮ হাজার ৩৯২ দশমিক ৭ টন ডাল, ১২ লাখ ৩৬ হাজার ১৩১ দশমিক ৪ টন ফলমূল, ১ লাখ ৫৬ হাজার ২৪৬ দশমিক ২ টন দুগ্ধজাত পণ্য আমদানি করা হয়েছে।
সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থ বছরে ১৫ লাখ ৪৪ হাজার ১৪৫ দশমিক ৮ টন চাল, ১৯ লাখ ৯৫ হাজার ৫৩৯ দশমিক ৬ টন ভোজ্য তেল, ৬ লাখ ৯৯ হাজার ১২৯ দশমিক ৩ টন পেঁয়াজ ও ৫৪ হাজার ২৩৭ দশমিক ৬ টন রসুন আমদানি করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১২ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে