নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয়পুরহাট সদরের দোয়ানীঘাটের বাসিন্দা মো. ফেরদৌস। একটি রিক্রুটিং এজেন্সিকে তিন দফায় সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছেন। ঢাকায় এসে কয়েক দিন ধরে মালয়েশিয়ার ফ্লাইটের টিকিটের অপেক্ষায়। কিন্তু এজেন্সি তিনিসহ তাঁর সঙ্গে আসা আরও ১৫ জনের টিকিটের ব্যবস্থা করে দিতে পারেনি।
ফেরদৌসের পকেটে এখন সাকল্যে দেড় শ টাকা। হোটেলে গিয়ে রাত কাটানোর অবস্থাও নেই। এখনো তিনি জানেন না কী করবেন। রাত ১২টার পরই মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এজেন্সির লোকেরা এখনো আশ্বাস দিয়ে যাচ্ছে। ফেরদৌসকে হয়তো শেষ পর্যন্ত বাড়িই ফিরতে হবে। বাড়িটাই তাঁর শেষ সম্বল।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কথা হয় ফেরদৌসের সঙ্গে। তিনি এখনো টিকিটের অপেক্ষায় বসে আছেন। রাতে খাবার জোটেনি। পকেটে দেড় শ টাকা কোথায় রাতটা কাটাবেন জানেন না!
ফেরদৌস জানান, প্রবাসী ব্যাংক থেকে ৩ লাখ ঋণ নিয়েছেন। সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছেন। গত ২৫ মে দিয়েছেন দেড় লাখ। আর ঢাকা এসে আবার দিয়েছেন ৫০ হাজার। এ ছাড়া বহুবার জয়পুরহাট থেকে ঢাকায় যাতায়াত বাবদ এরই মধ্যে অন্তত ৩০ হাজার টাকা খরচ হয়ে গেছে তাঁর।
এর আগে ১৬ বছর মালয়েশিয়া ছিলেন বলে জানান ফেরদৌস। তবে কোনো কারণে চলে আসতে হয়েছিল। তেমন পয়সাকড়িও রোজগার করতে পারেননি। ভিটেমাটি ছাড়া কোনো সম্পত্তি নেই। এক বছর আগে দেশে ফেরেন।
তিনি বলেন, আমরা এখানে ১৬ জন আছি। এজেন্সির লোকেরা এখনো বলছে, যে করেই হোক তারা মালয়েশিয়া পাঠাবে। কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। এখন জানেন না, তারা কোথায় যেতে বলবে—বিমানবন্দর নাকি বাড়ি!

জয়পুরহাট সদরের দোয়ানীঘাটের বাসিন্দা মো. ফেরদৌস। একটি রিক্রুটিং এজেন্সিকে তিন দফায় সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছেন। ঢাকায় এসে কয়েক দিন ধরে মালয়েশিয়ার ফ্লাইটের টিকিটের অপেক্ষায়। কিন্তু এজেন্সি তিনিসহ তাঁর সঙ্গে আসা আরও ১৫ জনের টিকিটের ব্যবস্থা করে দিতে পারেনি।
ফেরদৌসের পকেটে এখন সাকল্যে দেড় শ টাকা। হোটেলে গিয়ে রাত কাটানোর অবস্থাও নেই। এখনো তিনি জানেন না কী করবেন। রাত ১২টার পরই মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এজেন্সির লোকেরা এখনো আশ্বাস দিয়ে যাচ্ছে। ফেরদৌসকে হয়তো শেষ পর্যন্ত বাড়িই ফিরতে হবে। বাড়িটাই তাঁর শেষ সম্বল।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কথা হয় ফেরদৌসের সঙ্গে। তিনি এখনো টিকিটের অপেক্ষায় বসে আছেন। রাতে খাবার জোটেনি। পকেটে দেড় শ টাকা কোথায় রাতটা কাটাবেন জানেন না!
ফেরদৌস জানান, প্রবাসী ব্যাংক থেকে ৩ লাখ ঋণ নিয়েছেন। সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছেন। গত ২৫ মে দিয়েছেন দেড় লাখ। আর ঢাকা এসে আবার দিয়েছেন ৫০ হাজার। এ ছাড়া বহুবার জয়পুরহাট থেকে ঢাকায় যাতায়াত বাবদ এরই মধ্যে অন্তত ৩০ হাজার টাকা খরচ হয়ে গেছে তাঁর।
এর আগে ১৬ বছর মালয়েশিয়া ছিলেন বলে জানান ফেরদৌস। তবে কোনো কারণে চলে আসতে হয়েছিল। তেমন পয়সাকড়িও রোজগার করতে পারেননি। ভিটেমাটি ছাড়া কোনো সম্পত্তি নেই। এক বছর আগে দেশে ফেরেন।
তিনি বলেন, আমরা এখানে ১৬ জন আছি। এজেন্সির লোকেরা এখনো বলছে, যে করেই হোক তারা মালয়েশিয়া পাঠাবে। কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। এখন জানেন না, তারা কোথায় যেতে বলবে—বিমানবন্দর নাকি বাড়ি!

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
৪১ মিনিট আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
১ ঘণ্টা আগে
বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। নতুন তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা দাঁড়াল ৯টি।
২ ঘণ্টা আগে
দেশের সব পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল ও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
২ ঘণ্টা আগে