জুলাই গণহত্যা, গুম–খুনের বিচার দাবিতে মায়ের ডাকের গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
রাজধানীতে মায়ের ডাকের আয়োজনে গণজমায়েত। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ সরকারের সময় জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, গুম, খুনসহ বিভিন্ন সময়ে জুলুমের শিকারের বিচারের দাবিতে রাজধানীতে গণজমায়েতের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক এই জমায়েতের আয়োজন করে।

আয়োজকেরা জানান, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, মোদী বিরোধী আন্দোলন, ডিএসএ সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েতের আয়োজন করা হয়েছে। সবাই এসব ঘটনার বিচারের দাবি করবেন।

রাজধানীতে মায়ের ডাকের আয়োজনে গণজমায়েত। ছবি: আজকের পত্রিকা
রাজধানীতে মায়ের ডাকের আয়োজনে গণজমায়েত। ছবি: আজকের পত্রিকা

তাঁরা আরও জানান, সারা দেশ থেকে ভুক্তভোগীর পরিবার ও আহতরা অংশ নিয়েছেন। তারা এসব ঘটনার বিচার দাবি করবেন।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারির জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্থা শারমিন, মুখ্য সংগঠক সারসিজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, বিদেশি নাগরিকসহ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত