
পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’ এ পরিণত হয়েছে। এটির ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে ভারতে আঘাত হানলেও বাংলাদেশের উপকূলেও এর প্রভাব থাকবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে ‘দানা’ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানতে পারে, তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। সে ক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর প্রভাব থাকবে। ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টি শুরু হয়েছে।
সাগরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এটির সর্বোচ্চ গতি বেগ ১১০ কিলোমিটার হতে পারে। যা বৃদ্ধি পেয়ে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
বাংলাদেশে আঘাত না হানলেও সাধারণত ঝড়ের ডান দিকে বাতাসের গতিবেগ বেশি থাকে তাই এটির অগ্রভাগ যখন ভারতে আঘাত হানবে তখন বাংলাদেশের উপকূল অঞ্চলে বাতাসের বেগ থাকবে, বৃষ্টি হবে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দানা আজ বুধবার সন্ধ্যা ৬টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এদিকে, ‘দানা’র প্রভাবে আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও চট্টগ্রাম বন্দরে কাজ কর্ম স্বাভাবিকভাবে চলছে। আকাশও ভালো রয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। দানার প্রভাবে পড়েছে যশোরে।
আজ বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সাতক্ষীরাতে ১৫৬টি আশ্রয়কেন্দ্র সহ ৮৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। জেলায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে।
শুক্রবার ও শনিবার সরকারি ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। এদিকে দানার প্রভাবে শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমূহের পানি দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় এক থেকে দেড় ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। উপকূলবর্তী এলাকায় ১৬২টি সাইক্লোন শেল্টারসহ অপরাপর স্থাপনা প্রস্তুত করা হচ্ছে।
আবহাওয়ায় অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত দানার যে গতিবেগ দেখা যাচ্ছে তাতে বাংলাদেশে এর তেমন প্রভাব থাকবে না। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে কিছুটা প্রভাব থাকতে পারে।
ওমর ফারুক বলেন, প্রভাব থাকলে খুব বেশি বড় জলোচ্ছ্বাস থাকবে না। স্বাভাবিক থেকে হয়ত একটু বেশি থাকতে পারে। বড় জলোচ্ছ্বাস বলতে যা বোঝায় তেমন থাকবে না।
এদিকে দানার প্রভাবে বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামছেন ১ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ২৪৯ জন।
১৩ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অনেকেই জিজ্ঞেস করেন, ‘হ্যাঁ’ এর প্রার্থী কে? আমি বলি, হ্যাঁ-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে, একটি গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ। যেটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর...
৪ ঘণ্টা আগে