
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে এই বিরোধিতা করেছে মধ্যমগ্রামের নাগরিক সমাজ। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিবছর ‘পরিবেশ মেলা’র আয়োজন করা হয়। এই মেলার অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভারত ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করেন। ২৮ ডিসেম্বরের এই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার নাম ঘোষণা করা হয়েছিল। তবে, মধ্যমগ্রামের নাগরিক সমাজ সংগঠন ‘মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ’ রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণের ব্যাপারে আপত্তি জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার কাছে একটি আবেদন জানিয়ে, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিলের দাবিতে।
প্রায় ৮০ হাজার সদস্যবিশিষ্ট মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামে একটি গ্রুপ ফেসবুক পোস্টে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, ‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা মধ্যমগ্রাম পৌরসভাকে অনুরোধ করছি, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিল করুন। দেশের সম্মান সবার আগে। অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।’
এই গ্রুপের এডমিন রূপক দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের কোনো শিল্পী সেখানে সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাননি বা ভারতের ত্রিবর্ণ রঙের পতাকা অবমাননার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এই পরিস্থিতিতে আমরা কোনো বাংলাদেশি শিল্পীর আমন্ত্রণকে সমর্থন করতে পারি না। দেশপ্রেম আমাদের কাছে সবার আগে।’
তবে পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানান, শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা শিল্পীদের জাতীয়তার ভিত্তিতে বিভাজন করি না। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এ ধরনের বিভেদ নেই।’ তিনি আরও জানান, এই বিষয়ে পৌরসভায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
যদিও এই বিতর্ক ভারতের সম্মান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ। তবে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই বিতর্ক প্রতিবেশী দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের জটিলতাকেও প্রতিফলিত করে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে এই বিরোধিতা করেছে মধ্যমগ্রামের নাগরিক সমাজ। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিবছর ‘পরিবেশ মেলা’র আয়োজন করা হয়। এই মেলার অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভারত ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করেন। ২৮ ডিসেম্বরের এই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার নাম ঘোষণা করা হয়েছিল। তবে, মধ্যমগ্রামের নাগরিক সমাজ সংগঠন ‘মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ’ রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণের ব্যাপারে আপত্তি জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার কাছে একটি আবেদন জানিয়ে, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিলের দাবিতে।
প্রায় ৮০ হাজার সদস্যবিশিষ্ট মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামে একটি গ্রুপ ফেসবুক পোস্টে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, ‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা মধ্যমগ্রাম পৌরসভাকে অনুরোধ করছি, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিল করুন। দেশের সম্মান সবার আগে। অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।’
এই গ্রুপের এডমিন রূপক দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের কোনো শিল্পী সেখানে সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাননি বা ভারতের ত্রিবর্ণ রঙের পতাকা অবমাননার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এই পরিস্থিতিতে আমরা কোনো বাংলাদেশি শিল্পীর আমন্ত্রণকে সমর্থন করতে পারি না। দেশপ্রেম আমাদের কাছে সবার আগে।’
তবে পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানান, শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা শিল্পীদের জাতীয়তার ভিত্তিতে বিভাজন করি না। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এ ধরনের বিভেদ নেই।’ তিনি আরও জানান, এই বিষয়ে পৌরসভায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
যদিও এই বিতর্ক ভারতের সম্মান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ। তবে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই বিতর্ক প্রতিবেশী দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের জটিলতাকেও প্রতিফলিত করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
৫ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
৭ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে