আবদুস সাত্তার, চট্টগ্রাম

যাত্রার ছয় ঘণ্টার মধ্যে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছিল সংযুক্ত আরব আমিরাত। নতুন ঘোষণায় সে অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। এখন যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেট নিতে হবে। এ নির্দেশনা কার্যকর হবে আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে।
আজ শুক্রবার এ ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (এনসিইএমএ)।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত বৈধ আবাসিক ভিসাধারীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন তাঁদের প্রত্যাবর্তনের অনুমতি দিচ্ছে। এর মধ্যে ছয় মাসেরও বেশি সময় দেশের বাইরে আছেন তাঁরাও অন্তর্ভুক্ত।
সিদ্ধান্তটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং আফগানিস্তান থেকে আগত যাত্রীদের জন্য প্রযোজ্য।
এর জন্য আইসিএর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। পাশাপাশি যাত্রার আগে অনুমোদিত টিকা সনদ উপস্থাপন করতে হবে।
পিসিআর পরীক্ষার করোনাভাইরাস নেগেটিভ ফলাফল অবশ্যই যাত্রার আগে ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদিত ল্যাব থেকে সংগ্রহ করতে হবে, যার বিপরীতে একটি কিউআর (QR) কোড রয়েছে।
আবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের চতুর্থ এবং অষ্টম দিনে আবার পিসিআর পরীক্ষা করাতে হবে। তবে ১৬ বছরের কম বয়সীরা এসব বাধ্যবাধকতার আওতার বাইরে।
এ বিষয়ে দুবাই প্রবাসী সেলিম আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা অনুসারে ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, আরব আমিরাত প্রবাসীদের সমস্যা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরই মধ্যে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ঢাকায় বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তদেরই কেবল তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছিল। এ কারণে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা। দফায় দফায় সংবাদ সম্মেলন ও মানববন্ধনও করেন তাঁরা।
এর আগে গত ২৪ এপ্রিল থেকে ভারতের সঙ্গে ফ্লাইটে নিষেধাজ্ঞা দেয় সংযুক্ত আমিরাত সরকার। এরপর ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে যাওয়া ফ্লাইটের ওপর। পরে ৪ আগস্ট বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে ইউএই। তবে প্রবেশের ৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবার এ সিদ্ধান্ত থেকে সরে এসে সেটি ৪৮ ঘণ্টা করা হলো। যদিও দেশে প্রবেশের পর দ্বিতীয় দফা করোনা টেস্ট করার নির্দেশনা বহাল থাকছে।
আরব আমিরাত প্রবাসী প্রকৌশলী এসএম মহিউদ্দিন বেলাল রনি বলেন, চট্টগ্রামে প্রায় ৫০ হাজার দুবাই প্রবাসী আটকা পড়েছেন। এ সংখ্যা সারা দেশে এক লাখের ওপরে। ফলে অনেক প্রবাসীর ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। এবার নতুন সিদ্ধান্ত মতে, সবাই চলে যেতে পারবে।
গত ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি পেয়েছিল।

যাত্রার ছয় ঘণ্টার মধ্যে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছিল সংযুক্ত আরব আমিরাত। নতুন ঘোষণায় সে অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। এখন যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেট নিতে হবে। এ নির্দেশনা কার্যকর হবে আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে।
আজ শুক্রবার এ ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (এনসিইএমএ)।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত বৈধ আবাসিক ভিসাধারীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন তাঁদের প্রত্যাবর্তনের অনুমতি দিচ্ছে। এর মধ্যে ছয় মাসেরও বেশি সময় দেশের বাইরে আছেন তাঁরাও অন্তর্ভুক্ত।
সিদ্ধান্তটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং আফগানিস্তান থেকে আগত যাত্রীদের জন্য প্রযোজ্য।
এর জন্য আইসিএর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। পাশাপাশি যাত্রার আগে অনুমোদিত টিকা সনদ উপস্থাপন করতে হবে।
পিসিআর পরীক্ষার করোনাভাইরাস নেগেটিভ ফলাফল অবশ্যই যাত্রার আগে ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদিত ল্যাব থেকে সংগ্রহ করতে হবে, যার বিপরীতে একটি কিউআর (QR) কোড রয়েছে।
আবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের চতুর্থ এবং অষ্টম দিনে আবার পিসিআর পরীক্ষা করাতে হবে। তবে ১৬ বছরের কম বয়সীরা এসব বাধ্যবাধকতার আওতার বাইরে।
এ বিষয়ে দুবাই প্রবাসী সেলিম আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা অনুসারে ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, আরব আমিরাত প্রবাসীদের সমস্যা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরই মধ্যে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ঢাকায় বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তদেরই কেবল তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছিল। এ কারণে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা। দফায় দফায় সংবাদ সম্মেলন ও মানববন্ধনও করেন তাঁরা।
এর আগে গত ২৪ এপ্রিল থেকে ভারতের সঙ্গে ফ্লাইটে নিষেধাজ্ঞা দেয় সংযুক্ত আমিরাত সরকার। এরপর ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে যাওয়া ফ্লাইটের ওপর। পরে ৪ আগস্ট বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে ইউএই। তবে প্রবেশের ৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবার এ সিদ্ধান্ত থেকে সরে এসে সেটি ৪৮ ঘণ্টা করা হলো। যদিও দেশে প্রবেশের পর দ্বিতীয় দফা করোনা টেস্ট করার নির্দেশনা বহাল থাকছে।
আরব আমিরাত প্রবাসী প্রকৌশলী এসএম মহিউদ্দিন বেলাল রনি বলেন, চট্টগ্রামে প্রায় ৫০ হাজার দুবাই প্রবাসী আটকা পড়েছেন। এ সংখ্যা সারা দেশে এক লাখের ওপরে। ফলে অনেক প্রবাসীর ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। এবার নতুন সিদ্ধান্ত মতে, সবাই চলে যেতে পারবে।
গত ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি পেয়েছিল।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৫ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৭ ঘণ্টা আগে