নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বছরের মতো বসতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের আয়োজন করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের স্টার্টআপগুলোতে ১০ বছরে এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ এসেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বিনিয়োগ আনতে। কারণ ব্যাংকগুলো স্টার্টআপকে ঋণ দিতে ভয় পায়।
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে, যেখানে ১ কোটি কর্মসংস্থান হবে। গত ১০ বছরে আমাদের ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টার্টআপ সামিটের আয়োজন করা হয়েছে। এতে ৫৫টির বেশি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা এতে অংশ নেবে। ভারতের ইউনিকর্ন স্টার্টআপ আপগ্রেডের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক, সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্টআপস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিরা মূল অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন সামিটের স্পনসর এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির, আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি প্রমুখ।

‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বছরের মতো বসতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের আয়োজন করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের স্টার্টআপগুলোতে ১০ বছরে এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ এসেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বিনিয়োগ আনতে। কারণ ব্যাংকগুলো স্টার্টআপকে ঋণ দিতে ভয় পায়।
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে, যেখানে ১ কোটি কর্মসংস্থান হবে। গত ১০ বছরে আমাদের ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টার্টআপ সামিটের আয়োজন করা হয়েছে। এতে ৫৫টির বেশি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা এতে অংশ নেবে। ভারতের ইউনিকর্ন স্টার্টআপ আপগ্রেডের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক, সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্টআপস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিরা মূল অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন সামিটের স্পনসর এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির, আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি প্রমুখ।

বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ডের নিয়ম করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট বিষয়টি জানিয়েছে।
৩৭ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
১৪ ঘণ্টা আগে