নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বছরের মতো বসতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের আয়োজন করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের স্টার্টআপগুলোতে ১০ বছরে এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ এসেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বিনিয়োগ আনতে। কারণ ব্যাংকগুলো স্টার্টআপকে ঋণ দিতে ভয় পায়।
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে, যেখানে ১ কোটি কর্মসংস্থান হবে। গত ১০ বছরে আমাদের ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টার্টআপ সামিটের আয়োজন করা হয়েছে। এতে ৫৫টির বেশি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা এতে অংশ নেবে। ভারতের ইউনিকর্ন স্টার্টআপ আপগ্রেডের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক, সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্টআপস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিরা মূল অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন সামিটের স্পনসর এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির, আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি প্রমুখ।

‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বছরের মতো বসতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের আয়োজন করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের স্টার্টআপগুলোতে ১০ বছরে এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ এসেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বিনিয়োগ আনতে। কারণ ব্যাংকগুলো স্টার্টআপকে ঋণ দিতে ভয় পায়।
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে, যেখানে ১ কোটি কর্মসংস্থান হবে। গত ১০ বছরে আমাদের ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টার্টআপ সামিটের আয়োজন করা হয়েছে। এতে ৫৫টির বেশি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা এতে অংশ নেবে। ভারতের ইউনিকর্ন স্টার্টআপ আপগ্রেডের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক, সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্টআপস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিরা মূল অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন সামিটের স্পনসর এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির, আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি প্রমুখ।

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
৩৪ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে