Ajker Patrika

২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৫: ২০
২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে: পলক

‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বছরের মতো বসতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের আয়োজন করা হয়েছে। 

আজ রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের স্টার্টআপগুলোতে ১০ বছরে এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ এসেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বিনিয়োগ আনতে। কারণ ব্যাংকগুলো স্টার্টআপকে ঋণ দিতে ভয় পায়। 

তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে, যেখানে ১ কোটি কর্মসংস্থান হবে। গত ১০ বছরে আমাদের ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টার্টআপ সামিটের আয়োজন করা হয়েছে। এতে ৫৫টির বেশি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা এতে অংশ নেবে। ভারতের ইউনিকর্ন স্টার্টআপ আপগ্রেডের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক, সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্টআপস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিরা মূল অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন। 

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এতে সভাপতিত্ব করেন। 

আরও উপস্থিত ছিলেন সামিটের স্পনসর এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির, আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

মাদুরোর মামলাটি যেভাবে ভেস্তে দিতে পারেন তাঁর আইনজীবীরা

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত