নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে গত রোববার থেকে নগরের শপিংমল ও দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ক্রেতা থাকে হাতেগোনা। করোনা ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় মূলত ঈদের বাজারে ক্রেতা আসছে না। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাবেন বলে আশা ব্যবসায়ীদের।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের নিউমার্কেটে দেখা যায়, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই তাঁদের মার্কেট সমিতির উদ্যোগে মাস্ক দেওয়া হচ্ছে। কোনোভাবেই মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তবে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট ও চকবাজারের চিত্র ছিলো ভিন্ন। এখানে ক্রেতা ও বিক্রয়কর্মীর অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্যানমারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আজকের পত্রিককে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতা কম। বিকেলের দিকে কিছু ক্রেতা আসছে। মূলত করোনার ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসছেন না। আশা করছি ঈদের আগে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাব। টেরিবাজারে ছোটবড় মিলিয়ে ৭০টির মতো দোকান আছে।
নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অন্য মার্কেট থেকে কিছুটা ক্রেতার দেখা মিলেছে। এখানে প্রায় দুই শতাধিক দোকান আছে। যেগুলোতে কম দামে কাপড় বিক্রি করা হয়। তাই এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে।
রুনা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের মালিক আরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অন্য সময় এখানে ক্রেতার ভিড়ে হিমশিম খেতে হতো। বেচাকেনা চলতো সেহেরির আগ পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা এই একটি মৌসুমে লাখ লাখ টাকার ব্যবসা করতেন। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও ব্যবসা নেই।

চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে গত রোববার থেকে নগরের শপিংমল ও দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ক্রেতা থাকে হাতেগোনা। করোনা ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় মূলত ঈদের বাজারে ক্রেতা আসছে না। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাবেন বলে আশা ব্যবসায়ীদের।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের নিউমার্কেটে দেখা যায়, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই তাঁদের মার্কেট সমিতির উদ্যোগে মাস্ক দেওয়া হচ্ছে। কোনোভাবেই মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তবে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট ও চকবাজারের চিত্র ছিলো ভিন্ন। এখানে ক্রেতা ও বিক্রয়কর্মীর অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্যানমারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আজকের পত্রিককে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতা কম। বিকেলের দিকে কিছু ক্রেতা আসছে। মূলত করোনার ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসছেন না। আশা করছি ঈদের আগে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাব। টেরিবাজারে ছোটবড় মিলিয়ে ৭০টির মতো দোকান আছে।
নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অন্য মার্কেট থেকে কিছুটা ক্রেতার দেখা মিলেছে। এখানে প্রায় দুই শতাধিক দোকান আছে। যেগুলোতে কম দামে কাপড় বিক্রি করা হয়। তাই এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে।
রুনা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের মালিক আরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অন্য সময় এখানে ক্রেতার ভিড়ে হিমশিম খেতে হতো। বেচাকেনা চলতো সেহেরির আগ পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা এই একটি মৌসুমে লাখ লাখ টাকার ব্যবসা করতেন। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও ব্যবসা নেই।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৯ ঘণ্টা আগে