নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের সাড়ে ৭ কোটি টাকার জমি ক্রোক ও তিন কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এই আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, নুসরাত জাহানের নামে থাকা রাজধানী ঢাকার পল্লবীর ১৬৫ শতাংশ জমি, যার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৫৩৯ টাকা, ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁর চারটি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার ৫৬৭ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, নুসরাত জাহান তাঁর স্বামী জিয়াউল আহসানের সহযোগিতায় বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ তদন্তকালে দুদক জানতে পেরেছে তিনি যেকোনো সময় এই সম্পত্তি বিক্রয় বা অন্যত্র স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও স্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক।
এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়িসহ ১০০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৯টি ব্যাংক হিসাবের ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের সাড়ে ৭ কোটি টাকার জমি ক্রোক ও তিন কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এই আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, নুসরাত জাহানের নামে থাকা রাজধানী ঢাকার পল্লবীর ১৬৫ শতাংশ জমি, যার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৫৩৯ টাকা, ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁর চারটি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার ৫৬৭ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, নুসরাত জাহান তাঁর স্বামী জিয়াউল আহসানের সহযোগিতায় বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ তদন্তকালে দুদক জানতে পেরেছে তিনি যেকোনো সময় এই সম্পত্তি বিক্রয় বা অন্যত্র স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও স্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক।
এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়িসহ ১০০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৯টি ব্যাংক হিসাবের ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৭ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগে