নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপরাধের সঙ্গে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এটি ছিল আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম বৈঠক। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
আসন্ন ঈদের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তর এবং প্রযোজ্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। সব নিয়ন্ত্রণ কক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় যৌথ অপারেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, টহল জোরদার এবং নগরের প্রবেশপথে চেকপোস্টসহ গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
ঈদের সময় যমুনা সেতু, পদ্মা সেতু, ফ্লাইওভারসহ টোল প্লাজাগুলোয় যানজট নিরসনে ইটিসিসহ দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী ও যাত্রীবাহী যানবাহন ছাড়া স্থলবন্দর, নৌবন্দরসহ যেকোনো জায়গা থেকে ছেড়ে আসা নির্মাণসামগ্রী বহনকারী ও লং ভেহিকেলগুলো ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে চলাচল করতে পারবে না। ঈদে সড়ক, নৌ ও রেলপথে অতিরিক্ত যাত্রীবোঝাই না করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন, বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, টাকা স্থানান্তরে মানি এস্কর্ট প্রদান, জাল টাকার বিস্তার রোধ ও শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঈদের ছুটির আগেই তৈরি পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে। তা করা না হলে গার্মেন্টস বা কারখানামালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পোশাক কারখানা, অন্যান্য শিল্পকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও ইন্ধনদাতা মালিক, শ্রমিক এবং বহিরাগতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সব ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটা ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণ মামলার বিচার শুধু দ্রুতই নয়, বিচার যাতে নিশ্চিত ও যথাযথ হয়, সে লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন কঠোর করা হচ্ছে।
বৈঠকে মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

অপরাধের সঙ্গে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এটি ছিল আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম বৈঠক। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
আসন্ন ঈদের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তর এবং প্রযোজ্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। সব নিয়ন্ত্রণ কক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় যৌথ অপারেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, টহল জোরদার এবং নগরের প্রবেশপথে চেকপোস্টসহ গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
ঈদের সময় যমুনা সেতু, পদ্মা সেতু, ফ্লাইওভারসহ টোল প্লাজাগুলোয় যানজট নিরসনে ইটিসিসহ দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী ও যাত্রীবাহী যানবাহন ছাড়া স্থলবন্দর, নৌবন্দরসহ যেকোনো জায়গা থেকে ছেড়ে আসা নির্মাণসামগ্রী বহনকারী ও লং ভেহিকেলগুলো ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে চলাচল করতে পারবে না। ঈদে সড়ক, নৌ ও রেলপথে অতিরিক্ত যাত্রীবোঝাই না করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন, বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, টাকা স্থানান্তরে মানি এস্কর্ট প্রদান, জাল টাকার বিস্তার রোধ ও শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঈদের ছুটির আগেই তৈরি পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে। তা করা না হলে গার্মেন্টস বা কারখানামালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পোশাক কারখানা, অন্যান্য শিল্পকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও ইন্ধনদাতা মালিক, শ্রমিক এবং বহিরাগতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সব ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটা ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণ মামলার বিচার শুধু দ্রুতই নয়, বিচার যাতে নিশ্চিত ও যথাযথ হয়, সে লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন কঠোর করা হচ্ছে।
বৈঠকে মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজ রোববার আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ এই মামলার....
১ ঘণ্টা আগে
ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
২ ঘণ্টা আগে
ঋণ ও আয়কর-সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে