Ajker Patrika

পরিবারকল্যাণ পরিদর্শিকা: নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ২২: ৫০
পরিবারকল্যাণ পরিদর্শিকা: নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মনোনয়ন প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। 

বিভিন্ন জেলার ২৫ জন নিয়োগপ্রার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। 

এ ছাড়া আবেদনকারীসহ যাঁরা যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া কেন সম্পন্ন করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা পদটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এঁরা ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। দীর্ঘদিন পরিবারকল্যাণ পরিদর্শিকার অনেকগুলো পদ শূন্য থাকার পর ২০২০ সালের ১০ মার্চ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১ হাজার ৮০টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ৬২১ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময় মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কিন্তু মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করে অনিয়মের অভিযোগ তুলে ১৪ জানুয়ারি পুরো মনোনয়ন প্রক্রিয়া বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে সংক্ষুব্ধ হয়ে তাঁরা রিট করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত