বিশেষ প্রতিনিধি, ঢাকা
এবারের ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। আর কোরবানিযোগ্য ৩৩ লাখ পশু বিক্রি হয়নি। কোরবানির পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এবার ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি গরু-মহিষ; ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ছাগল-ভেড়া এবং অন্যান্য পশু ৯৬০টি।
অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের কোরবানির পশুর হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ছোট, মাঝারি ও বড় আকারের তিনটি গ্রাম থেকে কমপক্ষে ১ শতাংশ নমুনা সংগ্রহ করে এই হিসাব করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু বিক্রি হয়নি। কারণ, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। অবিক্রীত এসব পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সিলেট বিভাগে সবচেয়ে কম ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে। আর সবচেয়ে বেশি ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে।
এ ছাড়া ঢাকা বিভাগে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি; চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি; খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি; বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি; রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু কোরবানি করা হয়েছে।
এবারের ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। আর কোরবানিযোগ্য ৩৩ লাখ পশু বিক্রি হয়নি। কোরবানির পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এবার ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি গরু-মহিষ; ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ছাগল-ভেড়া এবং অন্যান্য পশু ৯৬০টি।
অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের কোরবানির পশুর হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ছোট, মাঝারি ও বড় আকারের তিনটি গ্রাম থেকে কমপক্ষে ১ শতাংশ নমুনা সংগ্রহ করে এই হিসাব করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু বিক্রি হয়নি। কারণ, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। অবিক্রীত এসব পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সিলেট বিভাগে সবচেয়ে কম ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে। আর সবচেয়ে বেশি ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে।
এ ছাড়া ঢাকা বিভাগে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি; চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি; খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি; বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি; রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু কোরবানি করা হয়েছে।
দেশের খনি থেকে প্রাপ্ত গ্যাস এবং বিদেশ থেকে আমদানি মিলিয়ে ২০২৪ সালের ২৮ মে গ্যাসের সরবরাহ ছিল ২৬১ কোটি ২৭ লাখ ঘনফুট। সেই উৎপাদন গত ২৮ মে নেমে এসেছে ২০০ কোটি ৪৮ লাখ ঘনফুটে। তার মানে, এক বছরের ব্যবধানে দৈনিক গ্যাসের উৎপাদন কমেছে ৬০ কোটি ঘনফুট।
৬ ঘণ্টা আগেতিন শ্রেণির ব্যক্তিদের পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, দেশ-বিদেশে পলাতক ব্যক্তি ও ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা পাসপোর্ট সেবা পাবেন না। এই সিদ্ধান্ত আইন, বিচার
৬ ঘণ্টা আগেপ্রচলন ক্রমে বেড়ে যাওয়ায় ই-সিগারেট বা এ ধরনের তামাকভিত্তিক পণ্যকেও তামাকজাত দ্রব্য হিসেবে গণ্য করে এসবের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। অধ্যাদেশটি কার্যকর হলে ই-সিগারেট ব্যবহার করলে গুনতে হবে জরিমানা। বিশেষ করে তরুণদের মধ্যে ভেপিংয়ের
৬ ঘণ্টা আগেলন্ডন সফরে গিয়ে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস।
৬ ঘণ্টা আগে