আজকের পত্রিকা ডেস্ক

মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধের ঘটনা এখনো বন্ধ হয়নি। রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব-সহিংসতায় হতাহতের ঘটনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুষ্কৃতকারীদের মাধ্যমে রাজনৈতিক নেতা-কর্মীদের নিহত হওয়ার ঘটনা। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব কথা জানায় সংস্থাটি।
দেশের সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসা সংবাদের ভিত্তিতে প্রতি মাসে এ প্রতিবেদন তৈরি করেছে এমএসএফ।
আজ শনিবার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পর সাবেক সরকারের মন্ত্রী, সৃংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তাসহ আন্দোলনবিরোধীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এসব মামলায় ঢালাওভাবে আসামি করে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে একজন পুলিশ কর্মকর্তাকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনীর অভিযানকালে অন্তত চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে।
এমএসএফ বলছে, নভেম্বর মাসে কারা হেফাজতে একজন বন্দীর আত্মহত্যাসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আগের মাসে এ সংখ্যা ছিল চার। এ মাসে একজন কয়েদি ও পাঁচজন হাজতির মৃত্যু হয়েছে।
এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক। নভেম্বর মাসে ৩২টি ঘটনায় ৩১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া এই মাসে বিভিন্ন পর্যায়ে সনাতন ধর্মাবলম্বী নির্যাতনের ২২টি ঘটনা ঘটেছে। সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে একজন নিহত, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নারী ও শিশুসহ চারজন আহত, ভারত সীমান্তে বিদ্যুতায়িত হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়।
এমএসএফ বলছে, নভেম্বরে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি কিছুটা কমলেও, আত্মহত্যা, হত্যা, পরিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা গত মাসের তুলনায় বেড়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হচ্ছে না।
এমএসএফ তথ্য অনুযায়ী, নভেম্বরে ৩২০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় ৩২টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ২৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ৭টি, ধর্ষণ ও হত্যা ২টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৫ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।

মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধের ঘটনা এখনো বন্ধ হয়নি। রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব-সহিংসতায় হতাহতের ঘটনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুষ্কৃতকারীদের মাধ্যমে রাজনৈতিক নেতা-কর্মীদের নিহত হওয়ার ঘটনা। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব কথা জানায় সংস্থাটি।
দেশের সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসা সংবাদের ভিত্তিতে প্রতি মাসে এ প্রতিবেদন তৈরি করেছে এমএসএফ।
আজ শনিবার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পর সাবেক সরকারের মন্ত্রী, সৃংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তাসহ আন্দোলনবিরোধীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এসব মামলায় ঢালাওভাবে আসামি করে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে একজন পুলিশ কর্মকর্তাকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনীর অভিযানকালে অন্তত চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে।
এমএসএফ বলছে, নভেম্বর মাসে কারা হেফাজতে একজন বন্দীর আত্মহত্যাসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আগের মাসে এ সংখ্যা ছিল চার। এ মাসে একজন কয়েদি ও পাঁচজন হাজতির মৃত্যু হয়েছে।
এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক। নভেম্বর মাসে ৩২টি ঘটনায় ৩১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া এই মাসে বিভিন্ন পর্যায়ে সনাতন ধর্মাবলম্বী নির্যাতনের ২২টি ঘটনা ঘটেছে। সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে একজন নিহত, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নারী ও শিশুসহ চারজন আহত, ভারত সীমান্তে বিদ্যুতায়িত হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়।
এমএসএফ বলছে, নভেম্বরে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি কিছুটা কমলেও, আত্মহত্যা, হত্যা, পরিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা গত মাসের তুলনায় বেড়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হচ্ছে না।
এমএসএফ তথ্য অনুযায়ী, নভেম্বরে ৩২০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় ৩২টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ২৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ৭টি, ধর্ষণ ও হত্যা ২টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৫ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।

ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
২৯ মিনিট আগে
ঋণ ও আয়কর-সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায়...
১ ঘণ্টা আগে
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে রায়ের কোনো বিকল্প নেই।
২ ঘণ্টা আগে