নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্তদের সবচেয়ে বেশি সংখ্যক চট্টগ্রাম সিটির বাইরে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আক্রান্ত বেশি থাকলেও হঠাৎ করে চট্টগ্রামে রোগীর সংখ্যা বেশি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই। তবে নতুন করে ৪৬৫ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ২৮৪ জন। এদের মধ্যে চট্টগ্রাম সিটির বাইরে শনাক্ত হয়েছে চার হাজার ৫১৯ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে চার হাজার ৪১৬ জন, উত্তর সিটি করপোরেশনে দুই হাজার ৯২৪ জন, ঢাকা সিটির বাইরে এক হাজার ৭২৩ জন। তবে দেশে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯জন। চট্টগ্রাম সিটির বাইরে ১৪ জন।
চলতি বছর ডেঙ্গু সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এখানে ৫৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সিটির বাইরে মৃত্যু হয়েছে ১৪ জন, বরিশাল সিটির বাইরে মারা গেছেন ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯ জন, খুলনায় পাঁচজন, ঢাকা সিটির বাইরে তিনজন, চট্টগ্রাম সিটি ও ময়মনসিংহ সিটিতে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১১দিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চার হাজার ৪৪৩ জন রোগী। আর এ সময়ে মারা গেছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি ১০৫ জন। এ পর্যন্ত চার হাজার ৬৮২ জন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হয় এক হাজার ৭০২ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯৫ জন।
বিশেষজ্ঞরা বলেন, মশক নিধন কার্যক্রম বন্ধ থাকায় দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অচিরেই মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে ভবিষ্যতে ডেঙ্গু রোগী সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
চলতি বছরের এপ্রিলে মৃত্যু হয় দুজনের। শনাক্ত হয় ৫০৪ জন। মে মাসে মৃত্যু ১২ জন এবং শনাক্ত হয় ৬৪৪ জন। জুনে মৃত্যু আটজন এবং শনাক্ত ৭৯৮ জন। জুলাই মাসে মৃত্যু ১২ জন এবং শনাক্ত দুই হাজার ৬৬৯ জন। আগস্টে মারা যায় ২৭ জন, শনাক্ত হয় ৬ হাজার ৫২১ জন। সেপ্টেম্বরের ১১ দিনে মারা যায় ১৯ জন এবং শনাক্ত হয় চার হাজার ৪৪৩ জন রোগী।

ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্তদের সবচেয়ে বেশি সংখ্যক চট্টগ্রাম সিটির বাইরে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আক্রান্ত বেশি থাকলেও হঠাৎ করে চট্টগ্রামে রোগীর সংখ্যা বেশি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই। তবে নতুন করে ৪৬৫ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ২৮৪ জন। এদের মধ্যে চট্টগ্রাম সিটির বাইরে শনাক্ত হয়েছে চার হাজার ৫১৯ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে চার হাজার ৪১৬ জন, উত্তর সিটি করপোরেশনে দুই হাজার ৯২৪ জন, ঢাকা সিটির বাইরে এক হাজার ৭২৩ জন। তবে দেশে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯জন। চট্টগ্রাম সিটির বাইরে ১৪ জন।
চলতি বছর ডেঙ্গু সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এখানে ৫৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সিটির বাইরে মৃত্যু হয়েছে ১৪ জন, বরিশাল সিটির বাইরে মারা গেছেন ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯ জন, খুলনায় পাঁচজন, ঢাকা সিটির বাইরে তিনজন, চট্টগ্রাম সিটি ও ময়মনসিংহ সিটিতে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১১দিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চার হাজার ৪৪৩ জন রোগী। আর এ সময়ে মারা গেছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি ১০৫ জন। এ পর্যন্ত চার হাজার ৬৮২ জন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হয় এক হাজার ৭০২ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯৫ জন।
বিশেষজ্ঞরা বলেন, মশক নিধন কার্যক্রম বন্ধ থাকায় দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অচিরেই মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে ভবিষ্যতে ডেঙ্গু রোগী সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
চলতি বছরের এপ্রিলে মৃত্যু হয় দুজনের। শনাক্ত হয় ৫০৪ জন। মে মাসে মৃত্যু ১২ জন এবং শনাক্ত হয় ৬৪৪ জন। জুনে মৃত্যু আটজন এবং শনাক্ত ৭৯৮ জন। জুলাই মাসে মৃত্যু ১২ জন এবং শনাক্ত দুই হাজার ৬৬৯ জন। আগস্টে মারা যায় ২৭ জন, শনাক্ত হয় ৬ হাজার ৫২১ জন। সেপ্টেম্বরের ১১ দিনে মারা যায় ১৯ জন এবং শনাক্ত হয় চার হাজার ৪৪৩ জন রোগী।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
১২ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
১৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১৩ ঘণ্টা আগে