নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে শঙ্কাই সত্যি হলো, দেশে প্রবেশ করেছে চীনের নতুন উপধরন বিএফ-৭। বাংলাদেশে আসা চার চীনা নাগরিকের নমুনা পরীক্ষায় একজনের দেহে অমিক্রনের এই উপধরন পাওয়া গেছে, যা অন্যান্য ধরনের চেয়ে চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চীনা নাগরিকের নতুন ধরন শনাক্তের বিষয়টি আজ রোববার দুপুরে আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন গণমাধ্যমকে জানিয়েছেন।
ডা. তাহমিনা শিরিন বলেন, ‘দেশে ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭-এর সংক্রমণ পাওয়া গেছে। প্রথম দফায় আসা চার জনের মধ্যে একজনের নমুনায় নতুন উপধরন পেয়েছি। আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে এবং সুস্থ রয়েছেন।’
এর আগে গত ২৬ ডিসেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ১০৫ জন যাত্রী। যেখানে চীনসহ অন্যান্য দেশের নাগরিকেরা ছিলেন। এ সময় বেশ কয়েকজনের শারীরিক নানা উপসর্গ দেখে সন্দেহ হলে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে চার জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের শারীরিক নানা উপসর্গ দেখে নতুন উপধরনের শিকার বলে সন্দেহ জাগে স্বাস্থ্য কর্মকর্তাদের। পরে ওই দিনই নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। একই সঙ্গে তাদের রাজধানীর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়।
এদিকে দেশেও বাড়ছে করোনা সংক্রমণ। আগের দিন পর্যন্ত সংক্রমণের মাত্রা ১ শতাংশের মধ্যে থাকলেও গত ২৪ ঘণ্টায় সেটি ছাড়িয়ে ১ দশমিক ২৭ শতাংশে উঠেছে। একই সঙ্গে গত এক সপ্তাহ মৃত্যু শূন্য থাকলেও গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২৩ জন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জনে পৌঁছেছে।

অবশেষে শঙ্কাই সত্যি হলো, দেশে প্রবেশ করেছে চীনের নতুন উপধরন বিএফ-৭। বাংলাদেশে আসা চার চীনা নাগরিকের নমুনা পরীক্ষায় একজনের দেহে অমিক্রনের এই উপধরন পাওয়া গেছে, যা অন্যান্য ধরনের চেয়ে চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চীনা নাগরিকের নতুন ধরন শনাক্তের বিষয়টি আজ রোববার দুপুরে আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন গণমাধ্যমকে জানিয়েছেন।
ডা. তাহমিনা শিরিন বলেন, ‘দেশে ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭-এর সংক্রমণ পাওয়া গেছে। প্রথম দফায় আসা চার জনের মধ্যে একজনের নমুনায় নতুন উপধরন পেয়েছি। আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে এবং সুস্থ রয়েছেন।’
এর আগে গত ২৬ ডিসেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ১০৫ জন যাত্রী। যেখানে চীনসহ অন্যান্য দেশের নাগরিকেরা ছিলেন। এ সময় বেশ কয়েকজনের শারীরিক নানা উপসর্গ দেখে সন্দেহ হলে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে চার জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের শারীরিক নানা উপসর্গ দেখে নতুন উপধরনের শিকার বলে সন্দেহ জাগে স্বাস্থ্য কর্মকর্তাদের। পরে ওই দিনই নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। একই সঙ্গে তাদের রাজধানীর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়।
এদিকে দেশেও বাড়ছে করোনা সংক্রমণ। আগের দিন পর্যন্ত সংক্রমণের মাত্রা ১ শতাংশের মধ্যে থাকলেও গত ২৪ ঘণ্টায় সেটি ছাড়িয়ে ১ দশমিক ২৭ শতাংশে উঠেছে। একই সঙ্গে গত এক সপ্তাহ মৃত্যু শূন্য থাকলেও গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২৩ জন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জনে পৌঁছেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে। স্থানীয় সময় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে