নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশাসনের নয় কর্মকর্তাকে বদলি এবং চারজন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বিষয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম; জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নির্পোট) ড. মো. মনিরুল হুদা; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম এবং কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিচালক মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত পদে বদলি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি; অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব; বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খানকে বিএডিসির চেয়ারম্যান; মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসানকে অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) শীর্ষক প্রকল্প পরিচালক; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজনীন হোসেনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মীর আহমেদ তরিকুলকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. দিদারুল ইসলামকে ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটি ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুডস প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অতিরিক্ত পরিচালক (যুগ্ম সচিব) খন্দকার নূরুল হককে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।

প্রশাসনের নয় কর্মকর্তাকে বদলি এবং চারজন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বিষয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম; জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নির্পোট) ড. মো. মনিরুল হুদা; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম এবং কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিচালক মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত পদে বদলি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি; অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব; বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খানকে বিএডিসির চেয়ারম্যান; মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসানকে অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) শীর্ষক প্রকল্প পরিচালক; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজনীন হোসেনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মীর আহমেদ তরিকুলকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. দিদারুল ইসলামকে ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটি ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুডস প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অতিরিক্ত পরিচালক (যুগ্ম সচিব) খন্দকার নূরুল হককে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
২ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
৭ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
১০ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
১১ ঘণ্টা আগে