কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর ১৫ বছরে নগদ ও ব্যাংকে জমা টাকা বেড়েছে ৩৭ গুণ। আর তাঁর স্ত্রীর বেড়েছে প্রায় চার গুণ।
হলফনামা অনুযায়ী, চুন্নুর বর্তমান পেশা আইনজীবী, পাশাপাশি রয়েছে ব্যবসা। ২০০৮ সালে তাঁর পেশা ছিল কেবল আইনজীবী। তবে সে সময় তাঁর একটি বাস ছিল। ২০০৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ৪ লাখ ২৪ হাজার, আর স্ত্রীর নামে ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া নগদ ছিল ৪ লাখ ৯৮ হাজার, স্ত্রীর ছিল ১ লাখ ৭৬ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ ২০০৮ সালে চুন্নুর ছিল ৯ লাখ ২২ হাজার ২৯০ এবং স্ত্রীর ছিল ৩ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। বর্তমানে চুন্নু ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ ও স্ত্রী ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকার মালিক।
২০০৮ সালে চুন্নুর কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও বর্তমানে তাঁর ২৩ হাজার ৭০৫ মার্কিন ডলার এবং স্ত্রীর ২২ হাজার ৭২৮ মার্কিন ডলার রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বর্তমানে আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকা। এখন অবশ্য তাঁর কোনো সঞ্চয়পত্র নেই।
স্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে কেবল পৈতৃক সূত্রে বাড়ির অংশ ও যৌথ মালিকানায় বণ্টন না হওয়া কৃষিজমি ছিল চুন্নুর। বর্তমানে স্ত্রীসহ যৌথ নামে কিশোরগঞ্জে ৪ দশমিক ২৫ একর কৃষিজমি, নিজের নামে ৭ দশমিক ৭৫ একর কৃষিজমি, অকৃষিজমি হিসেবে রাজউক পূর্বাচলে ১০ কাঠার প্লট এবং গ্রামের বাড়ি তাড়াইলে দালান রয়েছে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর ১৫ বছরে নগদ ও ব্যাংকে জমা টাকা বেড়েছে ৩৭ গুণ। আর তাঁর স্ত্রীর বেড়েছে প্রায় চার গুণ।
হলফনামা অনুযায়ী, চুন্নুর বর্তমান পেশা আইনজীবী, পাশাপাশি রয়েছে ব্যবসা। ২০০৮ সালে তাঁর পেশা ছিল কেবল আইনজীবী। তবে সে সময় তাঁর একটি বাস ছিল। ২০০৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ৪ লাখ ২৪ হাজার, আর স্ত্রীর নামে ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া নগদ ছিল ৪ লাখ ৯৮ হাজার, স্ত্রীর ছিল ১ লাখ ৭৬ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ ২০০৮ সালে চুন্নুর ছিল ৯ লাখ ২২ হাজার ২৯০ এবং স্ত্রীর ছিল ৩ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। বর্তমানে চুন্নু ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ ও স্ত্রী ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকার মালিক।
২০০৮ সালে চুন্নুর কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও বর্তমানে তাঁর ২৩ হাজার ৭০৫ মার্কিন ডলার এবং স্ত্রীর ২২ হাজার ৭২৮ মার্কিন ডলার রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বর্তমানে আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকা। এখন অবশ্য তাঁর কোনো সঞ্চয়পত্র নেই।
স্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে কেবল পৈতৃক সূত্রে বাড়ির অংশ ও যৌথ মালিকানায় বণ্টন না হওয়া কৃষিজমি ছিল চুন্নুর। বর্তমানে স্ত্রীসহ যৌথ নামে কিশোরগঞ্জে ৪ দশমিক ২৫ একর কৃষিজমি, নিজের নামে ৭ দশমিক ৭৫ একর কৃষিজমি, অকৃষিজমি হিসেবে রাজউক পূর্বাচলে ১০ কাঠার প্লট এবং গ্রামের বাড়ি তাড়াইলে দালান রয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩ ঘণ্টা আগে