Ajker Patrika

আবু সাইদ হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১: ২২
আবু সাইদ হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ
আবু সাঈদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আজ বুধবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

গত ৩০ জুলাই আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের জন্য আজকের দিন ধার্য করে দিয়েছিলেন।

এরই মধ্যে এই মামলায় গ্রেপ্তার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁরা হলেন—এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বেরোবি শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) তৎকালীন সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত চারজন আইনজীবী শুনানি করেন। তাঁরা আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন জানান। এসআই আমীর হোসেনের আইনজীবী শুনানিতে বলেন, তাঁর মক্কেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য হয়েছেন। এখানে তাঁর কোনো দায় নেই। তিনি আমীর হোসেনের অব্যাহতি চেয়ে আবেদন করেন।

ওই দিন আসামি পক্ষের বক্তব্য শেষ হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে তাঁদের কাছে সাক্ষ্য-প্রমাণ রয়েছে, যা তাঁরা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। তিনি অভিযোগ গঠনের আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করে দেন।

এর আগে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে প্রাথমিক সত্যতা থাকায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আরও দুজন গ্রেপ্তার হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত