কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আগামীকাল বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের প্রথম দুই দিন হবে রাষ্ট্রীয় সফরের অংশ। প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে মালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সেখানকার ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানসূচি অনুযায়ী পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় নৌযানে করে মালের উদ্দেশে যাবেন প্রধানমন্ত্রী। মালেতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ তাঁকে অভ্যর্থনা জানাবেন। সে সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের কার্যালয়ে যাবেন শেখ হাসিনা।
সেদিন সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সেখানে সমঝোতা স্মারক সই এবং সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠিত হবে। এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে। সেখান থেকে দুপুরে হোটেল জেন মালেতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, এরপর প্রধান বিচারপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে হোটেল থেকে মালদ্বীপের পার্লামেন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট ৪টি সমঝোতা স্মারক সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এ সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এরই মধ্যে সামরিক যানগুলো মালদ্বীপে পাঠানো হয়েছে।
২৪ থেকে ২৬ ডিসেম্বর মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ ডিসেম্বর বিকেলের দিকে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আগামীকাল বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের প্রথম দুই দিন হবে রাষ্ট্রীয় সফরের অংশ। প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে মালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সেখানকার ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানসূচি অনুযায়ী পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় নৌযানে করে মালের উদ্দেশে যাবেন প্রধানমন্ত্রী। মালেতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ তাঁকে অভ্যর্থনা জানাবেন। সে সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের কার্যালয়ে যাবেন শেখ হাসিনা।
সেদিন সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সেখানে সমঝোতা স্মারক সই এবং সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠিত হবে। এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে। সেখান থেকে দুপুরে হোটেল জেন মালেতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, এরপর প্রধান বিচারপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে হোটেল থেকে মালদ্বীপের পার্লামেন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট ৪টি সমঝোতা স্মারক সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এ সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এরই মধ্যে সামরিক যানগুলো মালদ্বীপে পাঠানো হয়েছে।
২৪ থেকে ২৬ ডিসেম্বর মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ ডিসেম্বর বিকেলের দিকে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৪ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে