নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বর্তমানে সাতটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সরকার আরও চারটি আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আজ শুক্রবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী জানান, কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারে। কক্সবাজার, কুমিল্লা ও মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির জন্য সম্ভাব্যতা সমীক্ষা করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নিরাপদ পানি সরবরাহের জন্য সরকার ৫২টি জেলায় পানি পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এটি ২০২২ সালের জুন নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে শিশু মৃত্যু হার হার এবং পানিবাহিত রোগ কমবে।
কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ মজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনগুলোর প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধনের জন্য ৩ হাজার জনবল দৈনিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃতদের প্রশিক্ষণ ও দায়িত্বপালনে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সিটি করপোরেশনগুলোতে গুণগতমান সম্পন্ন কীটনাশক নির্বাচন ও পর্যাপ্ত মজুত, প্রয়োজনীয় সংখ্যক ফগিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, গুণগত মানের কীটনাশকের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের সঙ্গে একাধিক আন্তমন্ত্রণালয় সভা করা হয়েছে। এতে কীটনাশক আমদানির লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ করা করা হয়েছে। এতে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানির সুযোগ উন্মুক্ত হয়েছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ঢাকা মহানগরীর ২৬টি খাল ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে স্থানান্তর করা হয়েছে। খালগুলোকে অবৈধ দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে পানি প্রবাহ বজায় রেখে মাছ ও হাঁস চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া খালগুলোর উভয় পাড়ে হাতিরঝিলের মতো ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খাল পরিচ্ছন্ন থাকলে কিউলেক্স ও এনোফিলিস প্রজাতির মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে।

দেশে বর্তমানে সাতটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সরকার আরও চারটি আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আজ শুক্রবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী জানান, কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারে। কক্সবাজার, কুমিল্লা ও মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির জন্য সম্ভাব্যতা সমীক্ষা করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নিরাপদ পানি সরবরাহের জন্য সরকার ৫২টি জেলায় পানি পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এটি ২০২২ সালের জুন নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে শিশু মৃত্যু হার হার এবং পানিবাহিত রোগ কমবে।
কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ মজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনগুলোর প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধনের জন্য ৩ হাজার জনবল দৈনিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃতদের প্রশিক্ষণ ও দায়িত্বপালনে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সিটি করপোরেশনগুলোতে গুণগতমান সম্পন্ন কীটনাশক নির্বাচন ও পর্যাপ্ত মজুত, প্রয়োজনীয় সংখ্যক ফগিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, গুণগত মানের কীটনাশকের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের সঙ্গে একাধিক আন্তমন্ত্রণালয় সভা করা হয়েছে। এতে কীটনাশক আমদানির লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ করা করা হয়েছে। এতে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানির সুযোগ উন্মুক্ত হয়েছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ঢাকা মহানগরীর ২৬টি খাল ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে স্থানান্তর করা হয়েছে। খালগুলোকে অবৈধ দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে পানি প্রবাহ বজায় রেখে মাছ ও হাঁস চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া খালগুলোর উভয় পাড়ে হাতিরঝিলের মতো ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খাল পরিচ্ছন্ন থাকলে কিউলেক্স ও এনোফিলিস প্রজাতির মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২৫ মিনিট আগে
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শামিম ওসমানের বিরুদ্ধে এর আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেন। রাজশাহীর বাঘা থানায় তাঁর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। শামিমের বিরুদ্ধে গতকাল আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায়
২৮ মিনিট আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর ও অস্থাবর দুই ধরনের সম্পদই ক্রোক ও অবরুদ্ধের আদেশ দেন। আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ মিনিট আগে
বিচারব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড (জামিননামা) দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিচারপ্রার্থী, কারা প্রশাসন, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়কের লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রথম
১ ঘণ্টা আগে