কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভাসানচরে আনুষ্ঠানিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চলতি সপ্তাহে চুক্তি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, চুক্তির বিষয়ে কাজ এগোচ্ছে। পুরো বিষয়টি জানতে দুই-এক দিন অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগামীকাল বৃহস্পতিবার এই চুক্তি সই হতে পারে। গতকাল মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ ও জাতিসংঘ সম্মত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভাসানচর নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের দূরত্ব মিটে গেছে বলা যাবে না। অনেক কিছুতে আপস করা হয়েছে। বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। তারা বিষয়টি নিয়ে বলতে পারবে।
কী ধরনের আপস হয়েছে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে, যেমন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়ে বাংলাদেশ ছাড় দেবে।
জানা গেছে, ভাসানচর নিয়ে সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল। এতে দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও একই সুপারিশ করেছে তারা। এসব শর্তের আংশিক মেনেছে বাংলাদেশ।
রোহিঙ্গা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে তিনি এ আহ্বান জানান। স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাবাব ফাতিমা সাধারণ বিতর্কে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি ও রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরূপণ অত্যন্ত জরুরি।
রাবাব ফাতিমা বলেন, দীর্ঘ মেয়াদে এই সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজভূমি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে মিয়ানমার সংকটের সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে। সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।

ভাসানচরে আনুষ্ঠানিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চলতি সপ্তাহে চুক্তি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, চুক্তির বিষয়ে কাজ এগোচ্ছে। পুরো বিষয়টি জানতে দুই-এক দিন অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগামীকাল বৃহস্পতিবার এই চুক্তি সই হতে পারে। গতকাল মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ ও জাতিসংঘ সম্মত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভাসানচর নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের দূরত্ব মিটে গেছে বলা যাবে না। অনেক কিছুতে আপস করা হয়েছে। বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। তারা বিষয়টি নিয়ে বলতে পারবে।
কী ধরনের আপস হয়েছে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে, যেমন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়ে বাংলাদেশ ছাড় দেবে।
জানা গেছে, ভাসানচর নিয়ে সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল। এতে দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও একই সুপারিশ করেছে তারা। এসব শর্তের আংশিক মেনেছে বাংলাদেশ।
রোহিঙ্গা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে তিনি এ আহ্বান জানান। স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাবাব ফাতিমা সাধারণ বিতর্কে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি ও রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরূপণ অত্যন্ত জরুরি।
রাবাব ফাতিমা বলেন, দীর্ঘ মেয়াদে এই সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজভূমি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে মিয়ানমার সংকটের সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে। সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।

অভিযোগে বলা হয়েছে, জহুরুল হক ও তাঁর স্ত্রী মাছুদা বেগম সরকারি বিধি ভেঙে দু’টি প্লট বরাদ্দ নেন। পরবর্তীতে ওই দু’টি প্লট ফেরত দিয়ে নিজেদের ভূমিহীন দেখিয়ে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেন তাঁরা।
৩২ মিনিট আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে। স্থানীয় সময় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগে