নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। কাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। ট্রেন ধরতে স্টেশনে ছুটে এসেছেন অনেকেই। যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ বুধবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্ম ও স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ভিড় বাড়ছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে শুধু টিকিটধারী যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যাঁদের টিকিট নেই, তাঁদের বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত রেল পুলিশ (জিআরপি) ও র্যাব সদস্য। ব্যাগ তল্লাশি, মেটাল ডিটেক্টর ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে নিয়মিত। এ ছাড়া রেল স্টেশনের আশপাশেও নজরদারি বাড়ানো হয়েছে।
মিরপুর থেকে আসা এক যাত্রী সোনিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সময়মতো ট্রেন ধরতে দৌড় দিতে হয়েছে। স্টেশনে এত ভিড়, বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়েছে। কিন্তু বাড়ি তো যেতেই হবে।’
এদিকে স্ট্যান্ডিং টিকিটের কাউন্টারের সামনে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ট্রেন ছাড়ার আগে এই টিকিট দেওয়া হচ্ছে। কোচের মধ্যেও দাঁড়ানো যাত্রীদের আনাগোনা দেখা গেছে।

নাটোরগামী আরমান হোসেন নামের এক যাত্রী জানান, ‘আগে টিকিট পাইনি, এখন বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৪ থেকে ৬ জুন এই তিন দিনই যাত্রীর সর্বোচ্চ চাপ থাকবে। কর্তৃপক্ষ যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত হতে এবং টিকিট ছাড়া স্টেশনে না আসার অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনে ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘কাল থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, ফলে স্টেশনে ঘরমুখী যাত্রীর ভিড় বেড়েছে। তবে আমরা ধারণা করছি, আজ বুধবার অফিস শেষে বিকেলের পরে থেকে চাপ আরও বাড়বে এবং এই চাপ আগামীকাল পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি।’
ম্যানেজার আরও জানান, ‘নির্ধারিত সময়েই ছেড়েছে সব ট্রেন। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে যাত্রা করতে পারছেন।’
এবার ঈদে প্রতিদিন সারা দেশে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের মোট আসন প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টার থেকে। এ ছাড়া ১০টি স্পেশাল ট্রেন চলছে। আজ ৪ জুন থেকে স্পেশাল ট্রেন চলাচলও শুরু হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। কাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। ট্রেন ধরতে স্টেশনে ছুটে এসেছেন অনেকেই। যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ বুধবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্ম ও স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ভিড় বাড়ছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে শুধু টিকিটধারী যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যাঁদের টিকিট নেই, তাঁদের বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত রেল পুলিশ (জিআরপি) ও র্যাব সদস্য। ব্যাগ তল্লাশি, মেটাল ডিটেক্টর ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে নিয়মিত। এ ছাড়া রেল স্টেশনের আশপাশেও নজরদারি বাড়ানো হয়েছে।
মিরপুর থেকে আসা এক যাত্রী সোনিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সময়মতো ট্রেন ধরতে দৌড় দিতে হয়েছে। স্টেশনে এত ভিড়, বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়েছে। কিন্তু বাড়ি তো যেতেই হবে।’
এদিকে স্ট্যান্ডিং টিকিটের কাউন্টারের সামনে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ট্রেন ছাড়ার আগে এই টিকিট দেওয়া হচ্ছে। কোচের মধ্যেও দাঁড়ানো যাত্রীদের আনাগোনা দেখা গেছে।

নাটোরগামী আরমান হোসেন নামের এক যাত্রী জানান, ‘আগে টিকিট পাইনি, এখন বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৪ থেকে ৬ জুন এই তিন দিনই যাত্রীর সর্বোচ্চ চাপ থাকবে। কর্তৃপক্ষ যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত হতে এবং টিকিট ছাড়া স্টেশনে না আসার অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনে ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘কাল থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, ফলে স্টেশনে ঘরমুখী যাত্রীর ভিড় বেড়েছে। তবে আমরা ধারণা করছি, আজ বুধবার অফিস শেষে বিকেলের পরে থেকে চাপ আরও বাড়বে এবং এই চাপ আগামীকাল পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি।’
ম্যানেজার আরও জানান, ‘নির্ধারিত সময়েই ছেড়েছে সব ট্রেন। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে যাত্রা করতে পারছেন।’
এবার ঈদে প্রতিদিন সারা দেশে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের মোট আসন প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টার থেকে। এ ছাড়া ১০টি স্পেশাল ট্রেন চলছে। আজ ৪ জুন থেকে স্পেশাল ট্রেন চলাচলও শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৫ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগে