কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুত ঢাকা ও নেপিদো। বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে কারিগরি টাস্কফোর্স বৈঠকে এ প্রস্তুতের কথা জানায় দুই পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বৃহস্পতিবার রোহিঙ্গা নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে নতুন করে গঠন করা কারিগরি পর্যায়ের অ্যাডহক টাস্কফোর্সের প্রথম বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং মিয়ানমারের পক্ষে দেশটির অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের উপ মহাপরিচালক ইয়ে তুন এতে নেতৃত্ব দেন।
কারিগরি পর্যায়ের আলোচনায় দুই পক্ষই রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুতির কথা জানান। বাংলাদেশের প্রচুর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। পূর্বে মিয়ানমারের দ্বারা রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া ধীর গতির জন্য বাংলাদেশের অসন্তুষ্টির কথা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। এ ছাড়া সই করা তিনটি দ্বিপক্ষীয় দলিলের আওতায় সকল ধরনের সহযোগিতার কথা জানানো হয়। সেই সঙ্গে যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়।
আগের যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া তালিকার দ্রুত সমাধান করতে পারলে টেকসই ও দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা করবে। এর সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ ও রোহিঙ্গাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে তুলে ধরা হয়। কারিগরি পর্যায়ের বাধাগুলো এবং তথ্যের ফারাকগুলো মিয়ানমারের পক্ষ থেকে বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে তুলে ধরা হয়। সেই সঙ্গে পূর্বের যাচাই-বাছাই সম্পন্ন করার বিষয়টি মিয়ানমারের নিশ্চয়তা দেওয়া হয়।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুত ঢাকা ও নেপিদো। বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে কারিগরি টাস্কফোর্স বৈঠকে এ প্রস্তুতের কথা জানায় দুই পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বৃহস্পতিবার রোহিঙ্গা নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে নতুন করে গঠন করা কারিগরি পর্যায়ের অ্যাডহক টাস্কফোর্সের প্রথম বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং মিয়ানমারের পক্ষে দেশটির অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের উপ মহাপরিচালক ইয়ে তুন এতে নেতৃত্ব দেন।
কারিগরি পর্যায়ের আলোচনায় দুই পক্ষই রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুতির কথা জানান। বাংলাদেশের প্রচুর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। পূর্বে মিয়ানমারের দ্বারা রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া ধীর গতির জন্য বাংলাদেশের অসন্তুষ্টির কথা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। এ ছাড়া সই করা তিনটি দ্বিপক্ষীয় দলিলের আওতায় সকল ধরনের সহযোগিতার কথা জানানো হয়। সেই সঙ্গে যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়।
আগের যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া তালিকার দ্রুত সমাধান করতে পারলে টেকসই ও দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা করবে। এর সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ ও রোহিঙ্গাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে তুলে ধরা হয়। কারিগরি পর্যায়ের বাধাগুলো এবং তথ্যের ফারাকগুলো মিয়ানমারের পক্ষ থেকে বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে তুলে ধরা হয়। সেই সঙ্গে পূর্বের যাচাই-বাছাই সম্পন্ন করার বিষয়টি মিয়ানমারের নিশ্চয়তা দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
১০ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
১১ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১১ ঘণ্টা আগে