নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে নয় দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)।
আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাবনা দেয় সংস্থাটি।
সিইসির কাছে দেওয়া বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুল সাত্তার দুলাল স্বাক্ষরিত লিখিত প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে-দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণ বাড়ানোসহ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করা; ইসির নির্ধারিত ভোট কেন্দ্রে প্রতিবন্ধিতার ধরন ও প্রতিবন্ধী নারীদের বিবেচনায় সকল প্রতিবন্ধী ভোটারদের দ্রুত ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি (প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের কক্ষ নিচতলায় নির্দিষ্টকরণ, প্রবেশগম্যকরণ, ভোট দেওয়ার জন্য আগত গুরুতর বা হুইলচেয়ার ব্যবহারকারী, দৃষ্টি, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ এবং গুরুতর দৃষ্টি বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ভোটারদের পছন্দনীয় ব্যক্তির সহায়কের সহায়তা নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসারে সহযোগিতা সুনিশ্চিত করা)।
এছাড়া, বাঁক ও শ্রবণ প্রতিবন্ধী ভোটারের ভোট প্রয়োগের সুবিধায় তাদের সঙ্গে ইশারা ভাষায় অথবা লিখে যোগাযোগ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া অথবা তাদের নিজের পছন্দের দোভাষী সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগসহ ভোটকেন্দ্রে লিখিত দিকনির্দেশনামূলক তথ্য প্রচার করা; নির্বাচন কাজে বা দায়িত্বে নিয়োজিত বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার ব্যবস্থা করা, যাতে ভোট প্রয়োগে সহজে সহযোগিতা করতে পারেন; বিপিকেএস ও ইসি যৌথভাবে নিয়মিত প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী ভোটার সম্পর্কীয় ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা যায়; ইসির ইমারতসহ আরও কোনো ইমারত থাকলে তাকে বাংলাদেশ বিল্ডিং কোড ও ঢাকা ইমারত বিধি অনুসরণ পূর্বক প্রতিবন্ধী মানুষদের উপযুক্ত করা এবং এর প্রতিটি তলায় অন্তত একটি করে তাদের উপযুক্ত শৌচাগার নিশ্চিত করা; নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য দেশের বিশিষ্ট্য নাগরিকদেরকে নিয়ে ইসি বিভিন্ন সময়ে আলোচনা সভা করে থাকে, এই সব সভায় বিপিকেএসের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা; ইসির আওতায় জনবল নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।
সিইসির সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিবন্ধী প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে নয় দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)।
আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাবনা দেয় সংস্থাটি।
সিইসির কাছে দেওয়া বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুল সাত্তার দুলাল স্বাক্ষরিত লিখিত প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে-দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণ বাড়ানোসহ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করা; ইসির নির্ধারিত ভোট কেন্দ্রে প্রতিবন্ধিতার ধরন ও প্রতিবন্ধী নারীদের বিবেচনায় সকল প্রতিবন্ধী ভোটারদের দ্রুত ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি (প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের কক্ষ নিচতলায় নির্দিষ্টকরণ, প্রবেশগম্যকরণ, ভোট দেওয়ার জন্য আগত গুরুতর বা হুইলচেয়ার ব্যবহারকারী, দৃষ্টি, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ এবং গুরুতর দৃষ্টি বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ভোটারদের পছন্দনীয় ব্যক্তির সহায়কের সহায়তা নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসারে সহযোগিতা সুনিশ্চিত করা)।
এছাড়া, বাঁক ও শ্রবণ প্রতিবন্ধী ভোটারের ভোট প্রয়োগের সুবিধায় তাদের সঙ্গে ইশারা ভাষায় অথবা লিখে যোগাযোগ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া অথবা তাদের নিজের পছন্দের দোভাষী সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগসহ ভোটকেন্দ্রে লিখিত দিকনির্দেশনামূলক তথ্য প্রচার করা; নির্বাচন কাজে বা দায়িত্বে নিয়োজিত বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার ব্যবস্থা করা, যাতে ভোট প্রয়োগে সহজে সহযোগিতা করতে পারেন; বিপিকেএস ও ইসি যৌথভাবে নিয়মিত প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী ভোটার সম্পর্কীয় ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা যায়; ইসির ইমারতসহ আরও কোনো ইমারত থাকলে তাকে বাংলাদেশ বিল্ডিং কোড ও ঢাকা ইমারত বিধি অনুসরণ পূর্বক প্রতিবন্ধী মানুষদের উপযুক্ত করা এবং এর প্রতিটি তলায় অন্তত একটি করে তাদের উপযুক্ত শৌচাগার নিশ্চিত করা; নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য দেশের বিশিষ্ট্য নাগরিকদেরকে নিয়ে ইসি বিভিন্ন সময়ে আলোচনা সভা করে থাকে, এই সব সভায় বিপিকেএসের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা; ইসির আওতায় জনবল নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।
সিইসির সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিবন্ধী প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ উপস্থিত ছিলেন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৩ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৬ ঘণ্টা আগে