আজকের পত্রিকা ডেস্ক

জ্ঞাত আয় আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ও তাঁর স্ত্রী মেহেরুন্নেছার নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্ত্রীর নামে করা মামলাতে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে বাহারকে। এ ছাড়া বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে পৃথক আরকটি মামলা দায়ের করেছে কমিশন।
তাঁদের মোট জ্ঞাত আয় আয়বহির্ভূত সম্পদের আর্থিক মূল্য ৭২ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৬৫৩ টাকা।
আজ সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মামলার বিষয়ে এসব তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ দুদকের উপপরিচালক রেজাউল করিম, সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
বাহারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়, আসামি আ. ক. ম. বাহাউদ্দিন বাহার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। এ ছাড়া তাঁর ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৫৮ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৯০৫ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।
অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর মামলাটি দায়ের করা হয়েছে আ. ক. ম. বাহাউদ্দিন বাহারে স্ত্রী মেহেরুন্নেছার নামে। এ মামলায় বাহারকে সহযোগী আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়—মেহেরুন্নেছা একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তাঁর স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে, নিজেকে ব্যবসায়ী হিসেবে আয়কর নথিতে প্রদর্শিত করে তাঁর স্বামীর অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তাঁর নিজ নামে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন এবং ভোগদখলে রাখেন।
এ ছাড়া বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশন সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে তৃতীয় মামলাটি দায়ের করা হয়। এজাহারের বলা হয়—তিনি পাবলিক সার্ভেন্ট থাকাবস্থায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেন এবং ভোগদখলে রাখেন। তাঁর নামীয় ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।
অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
পৃথক তিনটি মামলা ছাড়াও বাহারের দুই মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহারকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করা হয়েছে। আয়মানের নামে ১ কোট ৪৭ লাখ ৮৫ হাজার টাকা ও আজিজা বাহারের নামে ৬৫ লাখ ৫৫ হাজার ২২২ টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের উৎসসমূহের সত্যতা বা যথার্থতা যাচাই করতে এই নোটিশ জারি করা হয়।

জ্ঞাত আয় আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ও তাঁর স্ত্রী মেহেরুন্নেছার নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্ত্রীর নামে করা মামলাতে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে বাহারকে। এ ছাড়া বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে পৃথক আরকটি মামলা দায়ের করেছে কমিশন।
তাঁদের মোট জ্ঞাত আয় আয়বহির্ভূত সম্পদের আর্থিক মূল্য ৭২ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৬৫৩ টাকা।
আজ সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মামলার বিষয়ে এসব তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ দুদকের উপপরিচালক রেজাউল করিম, সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
বাহারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়, আসামি আ. ক. ম. বাহাউদ্দিন বাহার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। এ ছাড়া তাঁর ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৫৮ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৯০৫ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।
অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর মামলাটি দায়ের করা হয়েছে আ. ক. ম. বাহাউদ্দিন বাহারে স্ত্রী মেহেরুন্নেছার নামে। এ মামলায় বাহারকে সহযোগী আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়—মেহেরুন্নেছা একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তাঁর স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে, নিজেকে ব্যবসায়ী হিসেবে আয়কর নথিতে প্রদর্শিত করে তাঁর স্বামীর অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তাঁর নিজ নামে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন এবং ভোগদখলে রাখেন।
এ ছাড়া বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশন সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে তৃতীয় মামলাটি দায়ের করা হয়। এজাহারের বলা হয়—তিনি পাবলিক সার্ভেন্ট থাকাবস্থায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেন এবং ভোগদখলে রাখেন। তাঁর নামীয় ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।
অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
পৃথক তিনটি মামলা ছাড়াও বাহারের দুই মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহারকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করা হয়েছে। আয়মানের নামে ১ কোট ৪৭ লাখ ৮৫ হাজার টাকা ও আজিজা বাহারের নামে ৬৫ লাখ ৫৫ হাজার ২২২ টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের উৎসসমূহের সত্যতা বা যথার্থতা যাচাই করতে এই নোটিশ জারি করা হয়।

‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাঁকে গুরুতর অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে