নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া হানিফের ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে দুদক।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবে ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, আসামির বিরুদ্ধে হওয়া মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অপর একটি মামলায় স্ত্রীর সঙ্গে হানিফকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ফৌজিয়া আলমের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে এক আইনজীবী হানিফের বিরুদ্ধে দুদকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেন। এরপর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হানিফ, তাঁর স্ত্রী ও পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে নির্দেশ দেয়। ওই নির্দেশে ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব ঘেটে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক এ দুটি মামলা করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর পর থেকেই দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতা আত্মগোপনে চলে যান। মাহবুব উল আলম হানিফও আত্মগোপনে রয়েছেন। দুদক সূত্র বলছে, কানাডার নাগরিকত্ব থাকা হানিফ সে দেশেই আশ্রয় নিয়ে থাকতে পারেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া হানিফের ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে দুদক।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবে ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, আসামির বিরুদ্ধে হওয়া মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অপর একটি মামলায় স্ত্রীর সঙ্গে হানিফকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ফৌজিয়া আলমের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে এক আইনজীবী হানিফের বিরুদ্ধে দুদকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেন। এরপর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হানিফ, তাঁর স্ত্রী ও পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে নির্দেশ দেয়। ওই নির্দেশে ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব ঘেটে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক এ দুটি মামলা করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর পর থেকেই দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতা আত্মগোপনে চলে যান। মাহবুব উল আলম হানিফও আত্মগোপনে রয়েছেন। দুদক সূত্র বলছে, কানাডার নাগরিকত্ব থাকা হানিফ সে দেশেই আশ্রয় নিয়ে থাকতে পারেন।

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ বিশ্বজুড়ে ‘নতুন উদ্ভাবন ও দৃষ্টান্ত স্থাপন’ করবে বলে মনে করছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিডিএফের মতে, এ ধরনের ব্যাংক হলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কাঠামোর ভিত্তি আরও সুদৃঢ় হবে।
৩ ঘণ্টা আগে
খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা। আজ শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পরিমল সরকার। আজ দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে তাঁকে তল্লাশি
৫ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ, পীর-আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।’
৯ ঘণ্টা আগে