Ajker Patrika

জনপ্রশাসন সংস্কারে শতাধিক সুপারিশ, প্রতিবেদন জমা বুধবার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কারে শতাধিক সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। সংস্কার সংক্রান্ত প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলেও জানান তিনি। এ ছাড়া, আগামীকাল বুধবার এই প্রতিবেদন জমা দেওয়া হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান। কমিশন প্রধান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি আব্দুল মুয়ীদ চৌধুরী।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘প্রতিবেদনে ১০০ টির বেশি সুপারিশ থাকছে। এখন এর বাইরে আমি কিছু জানাতে পারব না।’ তিনি বলেন, ‘আমরা যে সুপারিশগুলো করেছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো আমরা সেগুলো সুপারিশ করতাম না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না সেটা তো এখন সরকার বুঝবে।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস-উর-রহমান বলেন, ‘প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেওয়া হবে, সবাই জানবেন। জমা দেওয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না।’

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে গত বছরের ৩ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত