নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
৬ ঘণ্টা আগে
রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৬ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
৭ ঘণ্টা আগে