নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সস্ত্রীক বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেন।
৯ মিনিট আগে
২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে