নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের রাজনীতি কখনো নির্বাচন কমিশন (ইসি) নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনী সহিংসতার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ভোটের লড়াই প্রতিদ্বন্দ্বিতামূলক হলেই মারামারি হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে গণফোরামের সঙ্গে সংলাপ চলাকালে এ মন্তব্য করেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন হাড্ডাহাড্ডি যখন হয়, তখন ভোটের শেষে একটা মারামারি হয়। কালকেও হয়েছে, একটা বাচ্চা মারা গেছ।’
গতকাল বুধবার সারা দেশে পৌরসভা, উপজেলা পরিষদসহ ৬৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। ভোট শেষে নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভোটকে সুষ্ঠু ভোট দাবি করলেও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপির ভোটের ফল ঘোষণার পর পুলিশের গুলিতে এক শিশুর মৃত্যু হয়।
সিইসি বলেন, ‘আমি রাত ১০টায় ফোন করেছি ডিসি-এসপিকে, ঘটনাটা কী হলো। ইলেকশনটা শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে যাওয়ার পরই মেম্বার পপ্রার্থীরা একজনের ওপর হামলা করে বসে।’
হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের এক সহকর্মী প্রায়ই বলে থাকেন, আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে। আমি ইলেকশন করব, কিন্তু আমাকে জিততেই হবে। মানে হারতে যে হতে পারে, এটা কেউ মেনে নিচ্ছে না। এই মনস্তাত্ত্বিক একটা দৈন্য আমাদের মধ্যে আছে। এই সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে একটা সংকট থেকে যাবে।’
রাজনৈতিক দলগুলো অনেক বড় উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ‘দেশের রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। আমরা কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ভোটের বক্স, একজন ভোটার গিয়ে ওখানে কাগজটা ফেলবে দায়িত্বটা সীমিত।’
দেশের রাজনীতির সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটাকে ধারণ করা, লালন করা, উন্নত করার দায়িত্ব আপনাদের।’

দেশের রাজনীতি কখনো নির্বাচন কমিশন (ইসি) নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনী সহিংসতার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ভোটের লড়াই প্রতিদ্বন্দ্বিতামূলক হলেই মারামারি হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে গণফোরামের সঙ্গে সংলাপ চলাকালে এ মন্তব্য করেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন হাড্ডাহাড্ডি যখন হয়, তখন ভোটের শেষে একটা মারামারি হয়। কালকেও হয়েছে, একটা বাচ্চা মারা গেছ।’
গতকাল বুধবার সারা দেশে পৌরসভা, উপজেলা পরিষদসহ ৬৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। ভোট শেষে নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভোটকে সুষ্ঠু ভোট দাবি করলেও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপির ভোটের ফল ঘোষণার পর পুলিশের গুলিতে এক শিশুর মৃত্যু হয়।
সিইসি বলেন, ‘আমি রাত ১০টায় ফোন করেছি ডিসি-এসপিকে, ঘটনাটা কী হলো। ইলেকশনটা শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে যাওয়ার পরই মেম্বার পপ্রার্থীরা একজনের ওপর হামলা করে বসে।’
হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের এক সহকর্মী প্রায়ই বলে থাকেন, আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে। আমি ইলেকশন করব, কিন্তু আমাকে জিততেই হবে। মানে হারতে যে হতে পারে, এটা কেউ মেনে নিচ্ছে না। এই মনস্তাত্ত্বিক একটা দৈন্য আমাদের মধ্যে আছে। এই সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে একটা সংকট থেকে যাবে।’
রাজনৈতিক দলগুলো অনেক বড় উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ‘দেশের রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। আমরা কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ভোটের বক্স, একজন ভোটার গিয়ে ওখানে কাগজটা ফেলবে দায়িত্বটা সীমিত।’
দেশের রাজনীতির সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটাকে ধারণ করা, লালন করা, উন্নত করার দায়িত্ব আপনাদের।’

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
৩ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’ অর্জন করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বর্তমানে ওয়াশিংটন ডিসি সফরে থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
৮ ঘণ্টা আগে