মো. হুমায়ূন কবীর, ঢাকা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্রবাসীদের সঙ্গেও অনলাইন সভা করবে কমিশন।
আর ২২টি দল ও জোটকে লিখিত মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছে সংস্কার কমিশন। তবে আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো এবং জাতীয় পার্টিকে (জাপা) চিঠি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগামীকাল শনিবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে সভার মাধ্যমে মতবিনিময় কর্মসূচি শুরু হবে সংস্কার কমিশনের। পুরো নভেম্বর মাস চলবে এসব সভা।
এ ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের কাজটি কারিগরি, সুপারিশ করা কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আমরা তাদের (রাজনৈতিক দল) কাছ থেকে সুপারিশ পাওয়ার চেষ্টা করছি।’
এদিকে অনলাইনে সব মহলের মতামত দেওয়ার শেষ সময় ছিল আজ শুক্রবার। তবে এ সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংস্কার কমিশনের সদস্য শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন আজকের পত্রিকাকে বলেন, মতামত দেওয়ার সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত কী রকম মতামত এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘১৩ নভেম্বর পর্যন্ত বেশি কমেন্টস পেয়েছি ওয়েবসাইটে, ৩৬৪টি। ই-মেইলে পেয়েছি ১৭১টি, ফেসবুক পেজে ২৯৪টি ও ফেসবুক মেসেঞ্জারে ৬৭টি কমেন্টস পেয়েছি।’
মীর নাদিয়া নিভিন বলেন, সবচেয়ে বেশি মতামত এসেছে নির্বাচনীব্যবস্থাসংক্রান্ত বিষয়ে। এরপর সংবিধান ও নির্বাচনী আইনসংক্রান্ত, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রার্থীর যোগ্যতাসংক্রান্ত মতামত এসেছে। আলোচিত আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে-বিপক্ষে ছাড়াও অনেক ধরনের মতামত এসেছে বলে জানান তিনি।
প্রবাসীদের অনলাইন সভা ২৪ নভেম্বর
নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রবাসী বাংলাদেশিদের মতামত নিতে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ ২৪ নভেম্বর সকাল ১০টায় (বাংলাদেশ সময়) অনলাইন সভা করবে। এতে প্রতিটি দেশ থেকে দুজন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। সভায় অংশগ্রহণে আগ্রহীদের ২০ নভেম্বরে মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ফেসবুক পেজে থাকা ফরম পূরণ করতে হবে।
ইতিমধ্যে সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনার সঙ্গে বৈঠক করেছে। আর পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগের প্রতিনিধি ও ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে সংস্কার কমিশন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্রবাসীদের সঙ্গেও অনলাইন সভা করবে কমিশন।
আর ২২টি দল ও জোটকে লিখিত মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছে সংস্কার কমিশন। তবে আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো এবং জাতীয় পার্টিকে (জাপা) চিঠি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগামীকাল শনিবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে সভার মাধ্যমে মতবিনিময় কর্মসূচি শুরু হবে সংস্কার কমিশনের। পুরো নভেম্বর মাস চলবে এসব সভা।
এ ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের কাজটি কারিগরি, সুপারিশ করা কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আমরা তাদের (রাজনৈতিক দল) কাছ থেকে সুপারিশ পাওয়ার চেষ্টা করছি।’
এদিকে অনলাইনে সব মহলের মতামত দেওয়ার শেষ সময় ছিল আজ শুক্রবার। তবে এ সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংস্কার কমিশনের সদস্য শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন আজকের পত্রিকাকে বলেন, মতামত দেওয়ার সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত কী রকম মতামত এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘১৩ নভেম্বর পর্যন্ত বেশি কমেন্টস পেয়েছি ওয়েবসাইটে, ৩৬৪টি। ই-মেইলে পেয়েছি ১৭১টি, ফেসবুক পেজে ২৯৪টি ও ফেসবুক মেসেঞ্জারে ৬৭টি কমেন্টস পেয়েছি।’
মীর নাদিয়া নিভিন বলেন, সবচেয়ে বেশি মতামত এসেছে নির্বাচনীব্যবস্থাসংক্রান্ত বিষয়ে। এরপর সংবিধান ও নির্বাচনী আইনসংক্রান্ত, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রার্থীর যোগ্যতাসংক্রান্ত মতামত এসেছে। আলোচিত আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে-বিপক্ষে ছাড়াও অনেক ধরনের মতামত এসেছে বলে জানান তিনি।
প্রবাসীদের অনলাইন সভা ২৪ নভেম্বর
নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রবাসী বাংলাদেশিদের মতামত নিতে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ ২৪ নভেম্বর সকাল ১০টায় (বাংলাদেশ সময়) অনলাইন সভা করবে। এতে প্রতিটি দেশ থেকে দুজন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। সভায় অংশগ্রহণে আগ্রহীদের ২০ নভেম্বরে মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ফেসবুক পেজে থাকা ফরম পূরণ করতে হবে।
ইতিমধ্যে সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনার সঙ্গে বৈঠক করেছে। আর পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগের প্রতিনিধি ও ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে সংস্কার কমিশন।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৪ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৭ ঘণ্টা আগে