নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স আয়োজিত ১১তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘দগ্ধদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটকে প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় অসংখ্য লোক দগ্ধ হয়েছে। ২০০ জনের অধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ভেতরে কী পরিমাণ লোক ছিল সেটি এখনো জানা যায়নি।’
জাহিদ মালেক বলেন, এ ঘটনায় ইতিমধ্যে ঢাকায় দু-চারজন ঢামেক হাসপাতালে এসেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে প্রস্তুত করেছি। এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির প্রভাব কমলেও আসন্ন বাজেটে গত বছরের তুলনায় এবার স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়বে বলে জেনেছি। এতে আমাদের কাজ আরও গতিশীল হবে।
জাহিদ মালেক বলেন, ‘দেশে নিউরোসার্জারি পরিস্থিতি ভালো আছে। আমাদের অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে আমাদের লোকবল ও বিশেষজ্ঞের ঘাটতি আছে। দেশে ২১০ জন নিউরোসার্জন আছেন, আমাদের প্রয়োজন আরও অনেক বেশি। রোগীদের যেন বিদেশে যেতে না হয়, সেই লক্ষ্যে কাজ করছি। এই পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব দিয়েছি, যা বিবেচনাধীন আছে।’
সংগঠনের সভাপতি নিউরোসার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের চিকিৎসা পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর মতো স্বাস্থ্যমন্ত্রীর নামও মানুষ মনে রাখবে। আটটি বিভাগে আটটি নিউরোসার্জারি ইনস্টিটিউট করার লক্ষ্যে আপনারা উদ্যোগ নিয়েছেন। এগুলোর পাশাপাশি সরকারি মেডিকেল কলেজগুলোতে পোস্ট গ্র্যাজুয়েশন চালু করার অনুরোধ করব ৷ আমাদের নিউরোসার্জনেরা বিশ্বমানের সেবা দিতে সক্ষম। তবে নিউরোসার্জন বৃদ্ধি ও সেবার মান বাড়াতে তাঁদের আরও প্রশিক্ষণের সুযোগ তৈরি জরুরি।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স আয়োজিত ১১তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘দগ্ধদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটকে প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় অসংখ্য লোক দগ্ধ হয়েছে। ২০০ জনের অধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ভেতরে কী পরিমাণ লোক ছিল সেটি এখনো জানা যায়নি।’
জাহিদ মালেক বলেন, এ ঘটনায় ইতিমধ্যে ঢাকায় দু-চারজন ঢামেক হাসপাতালে এসেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে প্রস্তুত করেছি। এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির প্রভাব কমলেও আসন্ন বাজেটে গত বছরের তুলনায় এবার স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়বে বলে জেনেছি। এতে আমাদের কাজ আরও গতিশীল হবে।
জাহিদ মালেক বলেন, ‘দেশে নিউরোসার্জারি পরিস্থিতি ভালো আছে। আমাদের অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে আমাদের লোকবল ও বিশেষজ্ঞের ঘাটতি আছে। দেশে ২১০ জন নিউরোসার্জন আছেন, আমাদের প্রয়োজন আরও অনেক বেশি। রোগীদের যেন বিদেশে যেতে না হয়, সেই লক্ষ্যে কাজ করছি। এই পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব দিয়েছি, যা বিবেচনাধীন আছে।’
সংগঠনের সভাপতি নিউরোসার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের চিকিৎসা পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর মতো স্বাস্থ্যমন্ত্রীর নামও মানুষ মনে রাখবে। আটটি বিভাগে আটটি নিউরোসার্জারি ইনস্টিটিউট করার লক্ষ্যে আপনারা উদ্যোগ নিয়েছেন। এগুলোর পাশাপাশি সরকারি মেডিকেল কলেজগুলোতে পোস্ট গ্র্যাজুয়েশন চালু করার অনুরোধ করব ৷ আমাদের নিউরোসার্জনেরা বিশ্বমানের সেবা দিতে সক্ষম। তবে নিউরোসার্জন বৃদ্ধি ও সেবার মান বাড়াতে তাঁদের আরও প্রশিক্ষণের সুযোগ তৈরি জরুরি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তাঁদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা
৪ মিনিট আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২৪ মিনিট আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
৩৫ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে