নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিদেশ থেকে চাপ আসার ব্যাপারে সরকার কি মনে করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।’
সারা দেশে বিদেশি চাপ নিয়ে আলোচনা হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় অনেকে অনেক কিছুই বলে। সেই সব আলোচনার কোনো মানে নেই।’
নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে এমনটাই আশঙ্কা ছিল অনেকের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাপে পড়ব কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’’ আমরা তা ফলো করছি। আমরা মনে করি, সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন, সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে হাইকমিশনার এ কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে এক সঙ্গে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএসএফ ও বিজিবি সম্পর্ক আরও ধীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম-এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের স্টাফ-অফিসার কম। সে জন্য তাঁরা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও হাইকমিশনার জানিয়েছেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।’

বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিদেশ থেকে চাপ আসার ব্যাপারে সরকার কি মনে করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।’
সারা দেশে বিদেশি চাপ নিয়ে আলোচনা হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় অনেকে অনেক কিছুই বলে। সেই সব আলোচনার কোনো মানে নেই।’
নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে এমনটাই আশঙ্কা ছিল অনেকের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাপে পড়ব কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’’ আমরা তা ফলো করছি। আমরা মনে করি, সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন, সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে হাইকমিশনার এ কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে এক সঙ্গে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএসএফ ও বিজিবি সম্পর্ক আরও ধীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম-এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের স্টাফ-অফিসার কম। সে জন্য তাঁরা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও হাইকমিশনার জানিয়েছেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।’

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
২ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৪ ঘণ্টা আগে